আইডিয়ালে শিক্ষকদের বৈশাখী ভাতার অর্থ না দেয়ার অভিযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ০৯:২২ AM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২০, ০৯:২২ AM
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে কর্মরত শতাধিক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সরকারি বৈশাখী ভাতার টাকা না দেয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের বিরুদ্ধে। কর্মরত এসব শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা কেটে রাখায় অসন্তোষ বিরাজ করেছে তারা।
এদিকে সরকারি বৈশাখী ভাতাসহ স্কুল ফান্ডের কোটি কোটি টাকা নয়-ছয় হওয়ার ঘটনা দ্রুত তদন্ত করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবের নিকট দাবি জানিয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ফোরাম।
গতকাল সোমবার ফোরামের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাহিমউদ্দিন আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক সওগাত-উল-আলম শওকত স্বাক্ষরিত এক যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বন্ধ রয়েছে। বর্তমানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা নিয়মিত বেতন-ভাতা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
এতে বলা হয়, ‘মানবেতর জীবনযাপন এদের অনেকেই বাড়িভাড়া, সন্তানাদির ভরণপোষণ দিতে পারছেন না। অর্থকষ্টে দিন পার করছেন। এ বিষয়গুলো বিবেচনায় এনে লকডাউনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের বৈশাখী ভাতার চেক দ্রুত ছাড় করা হয়। কিন্তু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, ঢাকার সভাপতির একগুঁয়েমি সিদ্ধান্তে শিক্ষাপ্রতিষ্ঠানটির এমপিওভুক্ত শতাধিক শিক্ষক-কর্মচারীকে এখনো শিক্ষকদের বৈশাখী ভাতার সরকারি টাকা পরিশোধ করা হয়নি।’
এদিকে অভিভাবক ফোরাম বলছে, শিক্ষকদের সরকারি টাকা কেটে রাখার ক্ষমতা সভাপতির নেই। এটা ক্ষমতার অপব্যবহার ও মারাত্মক অপরাধ। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। শিক্ষক-কর্মচারীদের অভিযোগ, সরকারি বৈশাখী ভাতাসহ স্কুল ফান্ডের কোটি কোটি টাকা নয়-ছয় হয়েছে।