নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষা মঙ্গলবার, গাইডলাইন প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ আগস্ট ২০২০, ০৭:৫৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২০, ০৭:৫৯ PM
আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর নটর ডেম কলেজে ২০২০-২১ শিক্ষার্বষে একাদশ শ্রেণি ভর্তিতে ভার্চ্যুয়ালি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার (১৭ আগস্ট) ভর্তি পরীক্ষার সময়সূচি জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
এদিকে, এ পরীক্ষাকে সামনে রেখে আজ রবিবার (১৬ আগস্ট) একটি গাইডলাইন প্রকাশ করছে। পরীক্ষার্থীদের এসব বিষয় গুরুত্বসহকারে মেনে চলতে হবে। অন্যথায় পরীক্ষা বাতিল বলে গণ্য হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
ভর্তি পরীক্ষার গাইডলাইন দেখতে এখানে ক্লিক করুন
তাছাড়া, একইদিনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন লিখিত পরীক্ষার ডেমোও প্রকাশ করেছে নটর ডেম কলেজে কর্তৃপক্ষ।
পরীক্ষার ডেমো দেখতে এখানে ক্লিক করুন
জানা গেছে, কলেজটিতে এবারও বাংলা ও ইংরেজি মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে ১ হাজার ৭৮০টি এবং ইংরেজি মাধ্যমে ৩০০টি আসনে, মানবিক বিভাগে ৪০০টি ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৫০ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।