একাদশে ভর্তি: নটর ডেম কলেজে আবেদন শুরু ৯ আগস্ট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৪:৩৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২০, ০৪:৩৫ PM
আগামী ৯ আগস্ট থেকে অনলাইনের মাধ্যমে রাজধানীর নটর ডেম কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে। কলেজের ওয়েবসাইটে গিয়ে ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবে বলে আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তবে আগামী ৩ আগস্ট ভর্তির বিস্তারিত তথ্য কলেজের ওয়েবসাইটে প্রকাশ করে হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
এর আগে মঙ্গলবার নটর ডেম কলেজসহ চার্চ (খ্রিষ্টান মিশনারি) পরিচালিত হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে ভার্চুয়াল পরীক্ষা নেয়ার নির্দেশ দেয় ঢাকা শিক্ষা বোর্ড। এতে আগামী ৯ থেকে ২৪ আগস্টের মধ্যে ভার্চুয়াল লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।
শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত চিঠিতে, ২০২০-২১ শিক্ষাবর্ষে এসব কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য আগামী ৩০ আগস্টের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে পাঠাতেও বলা হয়েছে।