অনুমোদনহীন ক্যাম্পাসের জন্য সাউথ পয়েন্টকে নোটিশ

রাজধানীর বিভিন্ন স্থানে ‘অনুমোদনহীন’ শাখা ক্যাম্পাস পরিচালনা করায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজকে নোটিশ দিয়েছে সরকার। এ ব্যাপারে সাউথ পয়েন্টের অধ্যক্ষকে সাত কর্মদিবসের মধ্যে ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শকের দপ্তরে লিখিত ব্যাখ্যা দিতে অনুরোধ করা হয়েছে।

ঢাকা বোর্ড থেকে মঙ্গলবার অধ্যক্ষকে পাঠানো কারণ দর্শাও নোটিশে বলা হয়েছে, বোর্ডের ডাটাবেইজে প্রতিষ্ঠানটি সহশিক্ষা কার্যক্রমের জন্য অন্তর্ভুক্ত থাকলেও ‘বিনা অনুমতিতে’ বিভিন্ন স্থানে জেন্ডার (বালক/বালিকা) উল্লেখ করে কার্যক্রম চালু রাখায় শিক্ষার্থীরা নানা ধরনের সমস্যায় পড়ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গুলশান, উত্তরা, মিরপুরসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে একাধিক শাখা ক্যাম্পাস চালু রয়েছে সাউথ পয়েন্টের। ইতোমধ্যে এই শাখাসমূহের অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে দাবি অধ্যক্ষ হামিদা আলীর। বলছেন, তারা এসব শাখার অনুমোদনের জন্য আবেদন করে রাখলেও মহামারীর মধ্যে বোর্ডের পরিদর্শন স্থগিত রয়েছে।

বিধি বহির্ভূতভাবে শাখা ক্যাম্পাস চালু রাখার কারণ জানতে চেয়ে এর আগে ২০১৯ সালের ১৫ অক্টোবর চিঠি দেওয়া হলেও ‘যুক্তিসঙ্গত কোনো সদুত্তর’ কলেজ কর্তৃপক্ষ দেয়নি বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। এ অবস্থায় আবারও কলেজের অধ্যক্ষকে সাত কর্মদিবসের মধ্যে ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. হারুন-অর-রশিদের দপ্তরে লিখিত ব্যাখ্যা দিতে অনুরোধ করা হয়েছে মঙ্গলবার পাঠানো চিঠিতে।

সাউথ পয়েন্টের অধ্যক্ষ হামিদা আলী জানান, ঢাকার উত্তরা, বনানী, মিরপুর, মালিবাগ ও বারিধারায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শাখাগুলোতে সাড়ে ১২ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত আছেন এক হাজার ৩০০ শিক্ষক।

বুধবার তিনি বলেন, সবগুলো ক্যাম্পাসের অনুমোদনের জন্য তারা ‘অনেক আগেই’ বোর্ডে আবেদন করেছেন। আবেদন পাওয়ার পর বোর্ড থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শনে আসার শিডিউল জানিয়ে আমাদের চিঠিও দেওয়া হয়েছে। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে সেই পরিদর্শন স্থগিত রয়েছে। এরপরেও কেন আমাদের কারণ দর্শানোর নোটিস দেওয়া হল তা বোধগম্য নয়।

করোনাভাইরাস মহামারীর মধ্যে শিশুদের ভর্তি পরীক্ষা নেওয়ায় এর আগে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ শাখাকে কারণ দর্শাও নোটিস দিয়েছিল ঢাকা শিক্ষা বোর্ড।

বোর্ডের অনুমতি ছাড়া ঠিকানা পরিবর্তন করা যাবে না, দুই বছরের মধ্যে নিজস্ব জমি ও ভবনের ব্যবস্থা করতে হবে এবং কলেজ ভবনের কোনো অংশই অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না- এই তিন শর্তে সাউথ পয়েন্ট কলেজকে ২০০৭ সালের ৪ জুলাই প্রথমবার ঠিকানা পরিবর্তনের অনুমতি দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ