মাদ্রাসা বোর্ডে ফেল থেকে পাস ১০, জিপিএ-৫ পেলেন ৬ জন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৩:০৯ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৮ PM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। যেখানে ১০ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন এবং নতুন করে ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ২টায় এই ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলের তথ্য অনুযায়ী, আলিম পরীক্ষার প্রাথমিক ফলাফল ঘোষণার পর ২,৭১৪ জন শিক্ষার্থী ফলাফলে অসন্তুষ্ট হয়ে ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। তারা মোট ৭,৭৩৮টি উত্তরপত্র পুনরায় মূল্যায়নের জন্য চ্যালেঞ্জ করেছিলেন।
ফল পুনঃমূল্যায়নের পর, ৩৬ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে নতুন করে ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, ১০ জন ফেল থেকে পাস করেছেন এবং ১৩ জনের জিপিএ পরিবর্তন হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছিল, যেখানে আলিম পরীক্ষায় সারাদেশে পাসের হার ছিল ৯৩.৪০ শতাংশ এবং মোট ৯,৬১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।