যশোর বোর্ডে এইচএসসিতে রেকর্ড খাতা পুনর্নিরীক্ষার আবেদন

যশোর শিক্ষা বোর্ড
যশোর শিক্ষা বোর্ড  © ফাইল ফটো

যশোর শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল চ্যালেঞ্জ করেছেন ৬৬ হাজার শিক্ষার্থী। এর মধ্যে অর্ধেকের বেশি আবেদন পড়েছে ইংরেজি বিষয়ে। বোর্ড কর্তৃপক্ষ গত ১৫ অক্টোবর যে ফলাফল ঘোষণা করেছে, সেটি তারা মেনে নিতে পারেননি। এ কারণে উত্তরপত্র পুনর্নিরীক্ষার জন্য পরীক্ষার্থীরা এ চ্যালেঞ্জ জানিয়েছে। যশোরে শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পর এবারই সর্বোচ্চ সংখ্যক আবেদন জমা পড়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এ বছর রেকর্ড সংখ্যক ৬৬ হাজার ৫৮টি আবেদন জমা হয়েছে। সর্বোচ্চ আবেদন জমা পড়েছে ইংরেজির দুটি পত্রে।  এই বিষয়ে আবেদন পড়েছে ৩৭ হাজার ৯০২টি। আবেদনের শেষ দিন ছিল ২২ অক্টোবর। আগামী ১৩ নভেম্বর ফলাফল প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন বোর্ডের পরীক্ষা বিভাগ।

জানা যায়, গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।  যশোর শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ২২ হাজার ৫১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। সব বিষয়ে কৃতকার্য হয়েছেন ৭৮ হাজার ৭৬৪জন। জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৭৪৯ শিক্ষার্থী। যশোর বোর্ডের গড় পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ। এবারের পাসের হার গত চার বছরের মধ্যে সব চেয়ে কম।

আরও পড়ুন: যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে ১৩ হাজার ১০৯ জন

প্রকাশিত ফলাফলে কারও প্রতাশিত ফল না এলে তাকে পুনর্নিরীক্ষণের আবেদন বা উত্তরপত্র চ্যালেঞ্জ করার সুযোগ দেয় শিক্ষা বোর্ড। গত ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত চলে এ কার্যক্রম। এরই পরিপ্রেক্ষিতে ৪৯টি বিষয়ে যশোরে বোর্ডে খাতা চ্যালেঞ্জের  আবেদন পড়েছে ৬৬ হাজার ৫৮টি। এর মধ্যে ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয়পত্রে সবচেয়ে বেশি ৩৭ হাজার ৯০২টি খাতা পুনর্নিরীক্ষার আবেদন পড়েছে।

যশোর বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) নিয়ামত এলাহী জানান, অভিজ্ঞ পরীক্ষক নিয়ে খাতা মূল্যায়ন করা হবে।


সর্বশেষ সংবাদ