সংঘর্ষের ঘটনায় ঢাকা ও আইডিয়াল কলেজের ক্লাস বন্ধ ঘোষণা

সংঘর্ষের ছবি
সংঘর্ষের ছবি  © টিডিসি ফটো

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে উভয় কলেজের কলেজ কর্তৃপক্ষ।   

মঙ্গলবার ( ১০ সেপ্টেম্বর) বিকালে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে শিক্ষকদের একাডেমিক কাউন্সিলের বৈঠকে ক্লাস বন্ধের সিদ্ধান্তের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে , অনিবার্য কারণবশত আগামী ১১ ও ১২সেপ্টেম্বর কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাসসমূহ স্থগিত থাকবে। অনার্স ও মাস্টার্স শ্রেণির ক্লাস যথারীতি চলবে। 

এছাড়াও অনলাইনে এক বার্তায় আইডিয়াল কলেজের অধ্যক্ষ জানান, অনিবার্য কারণবশত বুধ ও বৃহস্পতিবার (১১ ও ১২ সেপ্টেম্বর) কলেজের ক্লাসসমূহ বন্ধ থাকবে। রবিবার (১৫ সেপ্টেম্বর) থেকে  যথারীতি ক্লাস চলবে। 

উল্লেখ্য, আজ সাইন্সল্যাব মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। এতে উভয় কলেজের ১৪ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।


সর্বশেষ সংবাদ