শিক্ষক হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

টিডিসি
টিডিসি  © সংগৃহীত

ছাত্র জনতার অভ্যুত্থানের পর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের জোরপূর্বক পদত্যাগের হিড়িক শুরু হয়। এ অস্থিরতা অবসানে কোন শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ না করার নির্দেশ দেন শিক্ষা মন্ত্রণালয়।  শিক্ষকদের জোর করে পদত্যাগ এবং হেনস্তায় অংশগ্রহণকারী ও শৃঙ্খলাভঙ্গকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো শিক্ষকদের জোর করে পদত্যাগ ও নানাভাবে হেনস্তা করার ঘটনা ঘটছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ উদ্বেগ প্রকাশ করেছেন এবং এ কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছেন।


এতে আরও বলা হয়, যে-সব শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অপকর্মের অভিযোগ আছে, তা উপযুক্ত কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে। বেআইনি ও অপরাধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী এবং শৃঙ্খলাভঙ্গকারীদের চিহ্নিত করে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ