সারাজীবন ‘ফাইটার ব্যাচ’ নামটা ধরে রাখার সুযোগ মিস করো না: আরিফ আর হোসাইন

জোরপূর্বক এই

  © সংগৃহীত

একদল শিক্ষার্থী জোরপূর্বক সচিবলায়ে ঢুকে বিক্ষোভ করে চলমান এইচএসসি ও সমমানের সব পরীক্ষা বাতিলে বাধ্য করায় তীব্র সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শিক্ষার্থীদের একটা অংশ এভাবে সচিবলায় গিয়ে পরীক্ষা বাতিলে বাধ্য করায় ভালোভাবে নিচ্ছে না এইচএসসি পরীক্ষার্থীদের আরেকটা অংশ। এ নিয়ে কথা বলছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আরিফ আর হোসাইন। 

মঙ্গলবার (২০ আগষ্ট)  তার ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এসব বিষয়ে কথা বলেন। 

তিনি ফেসবুকে লিখেন, ভাইয়ারা, এইচএসসি পরীক্ষাটা দিয়ে তারপর রেজাল্ট কিছুটা খারাপ করলেও মানুষ তখন কিছুটা হলেও বাহাবা দিতো, যখন শুনত তোমরা 'ফাইটার ব্যাচ'

আমি অন্তত গত বছরে জিপিএ ৫ পাওয়া একজন আর এ বছরে জিপিএ ৪ পাওয়া একজনকে সামনে পেলে, দ্বিতীয়জনের গল্প শুনতে বসব। পরীক্ষা না দিয়ে অটো পাশ নেয়ার সিদ্ধান্তটা নিতান্তই ভুল। আরেকটু সময় নাও, তারপর না হয় জানিয়ে দাও যে তোমরা পরীক্ষা দিবে। 

একে তো শিক্ষাব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে গেছে সাবেক ৩ শিক্ষামন্ত্রী। এখন তোমাদের পরীক্ষা না দেয়ার সিদ্ধান্তটা আরও পিছিয়ে ফেলবে দেশকে, এমনকি তোমাকেও। সারাজীবন ‘ফাইটার ব্যাচ’ নামটা ধরে রাখার স্কোপ্টা এভাবে মিস করো না প্লিজ। বীরের বেশে শুরু করেছো… শেষটাও করো বীরের বেশে। কারণ যুদ্ধটা তো ‘মেধা ফিরিয়ে আনা’ নিয়েই শুরু


সর্বশেষ সংবাদ