একাদশে ভর্তি আবেদন করা শিক্ষার্থীদের জন্য দুই নির্দেশনা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ জুন ২০২৪, ১২:২৩ PM , আপডেট: ০৮ জুন ২০২৪, ১২:২৭ PM
২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া চলছে। তবে অনেকে নানা ধরনের সমস্যায় পড়ছেন। তাদের মধ্যে আবেদন বাতিল করা ও ইমপ্রুভমেন্ট দেওয়া শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ওয়েবসাইটে এ নির্দেশনা দেওয়া হয়।
আবেদন বাতিল করা শিক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, যে সব শিক্ষার্থী আবেদন বাতিলের জন্য আবেদন করেছেন, তাদের আবেদন বাতিলের সঙ্গে সঙ্গে আবেদন সংশ্লিষ্ট পেমেন্টও বাতিল হয়ে যায়। সুতরাং আবেদন বাতিলের পরে নতুন করে আবেদন করার সঙ্গে সঙ্গে ফি দিতে হবে।
আরো পড়ুন: একাদশে ভর্তি: টাকা দিলেও পেমেন্ট না হওয়ায় পছন্দের কলেজ হারানোর আশঙ্কা
আর যে সব শিক্ষার্থী ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়েছে, তাদের তাদের কোন ফলাফলটি একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তির সিস্টেমে ব্যবহার করা হবে, সেই বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীর পছন্দ বিবেচিত হবে বলে বোর্ড থেকে নির্দেশনা পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে, এ ফর্মের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা এ বিষয়ে তাদের পছন্দের কথা আজ শনিবারের (৮ জুন) মধ্যে জানাতে পারবেন।
এ সময়সীমার মধ্যে পছন্দের কোন তথ্য না পাওয়া গেলে, শিক্ষার্থীর সর্বশেষ পরীক্ষার ফলাফল একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তির সিস্টেমে ব্যবহার করা হবে। আগামী ১১ জুন পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।