পাশের হারে এগিয়ে মাদরাসা, জিপিএ-৫ বেশি ঢাকায়

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের উল্লাস
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের উল্লাস  © টিডিসি ফটো

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হারে এগিয়ে রয়েছে মাদরাসা বোর্ড। অন্যদিকে জিপিএ-৫ বেশি পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। মাদরাসা বোর্ডে পাশের হার ৯০ দশমিক ৭৫ শতাংশ।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবছর মাদরাসা শিক্ষাবোর্ডের অধিনে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে ৯৫ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ৮৬ হাজার ৮৩২ জন এবং ফেল করেছে ৮ হাজার ৮৫২ জন। পাশের হার ৯০.৭৫ শতাংশ। এরমধ্যে জিপিএ- ৫ পেয়েছেন ৭ হাজার ৯৭ জন শিক্ষার্থী।

এদিকে অন্য বোর্ডের শিক্ষার্থীদের ‍তুলনায় জিপিএ-৫ বেশি পেয়ে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। এ বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা ৩১ হাজার ৭৫২ জন। এবছর ঢাকা বোর্ডের অধীনে ৩ লাখ ১৪ হাজা ৫১০ জন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরমধ্যে ২ লাখ ৪৯ হাজার ৮৪৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। ফেল করেছে ৬৪ হাজার ৬৬৪ জন। সে অনুযায়ী এ বোর্ডে পাশের হার ৭৯.৪৪ শতাংশ।

অন্য দিকে বরিশাল বোর্ডে ৮০.৬৫ শতাংশ, চট্টগ্রাম বোর্ড ৭৩.৮১ শতাংশ, কুমিল্লা ৭৫.৩৪, দিনাজপুর বোর্ড ৭৪.৪৫, যশোর বোর্ড ৬৯.৮৮ শতাংশ, রাজশাহী বোর্ড ৭৮.৪৫ শতাংশ, সিলেট ৭১.৬২, ময়মনসিংহ বোর্ড ৬৩.৪৩, টেকনিক্যাল বোর্ডে ৮৮.৮১ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।


সর্বশেষ সংবাদ