২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০

নেভি ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্টে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি

প্রতীকী ছবি  © সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত নেভি ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্টে (নিহম) খুলনায় ৩ মাস মেয়াদি বিভিন্ন কোর্সে ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সময় বাড়নোর পর আবেদন চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা এ সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। দেশে দক্ষ জনশক্তি তৈরির জাতীয় লক্ষ্যে অংশীদার হতে এ কোর্স চালু হতে যাচ্ছে। 

বিশেষায়িত ৩ মাস মেয়াদি কোর্স সমূহ-

১. বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন (লেভেল-৩)
মেয়াদ: ৩ মাস
কোর্স ফি: ৩০ হাজার টাকা
আসন সংখ্যা: ২০

২. ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন (লেভেল-২)
মেয়াদ: ০৩ মাস
কোর্স ফি: ৩০ হাজার টাকা
আসন সংখ্যা: ২০

৩. ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস (লেভেল-২)
মেয়াদ: ০৩ মাস
কোর্স ফি: ৩০ হাজার টাকা
আসন সংখ্যা: ২০
দেশীয় ও আন্তর্জাতিক মানের দক্ষ প্রশিক্ষক দ্বারা কোর্সসমূহ পরিচালিত হবে

আসন ব্যবস্থা: অনাবাসিক

ভর্তির আবেদনের নির্দেশনাবলি
নেভি ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্ট (নিহম)-এর ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ফরম পূরণ করে নির্ধারিত তারিখের মধ্যে ডাকযোগে.স্ক্যান কপি ই-মেইলে (nihom25@gmail.com) অথবা সরাসরি নেভি ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্ট (নিহম) এ জমা দিতে হবে। 

ফরম প্রেরণের পূর্বে নির্ধারিত নম্বরে দুইশত পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে এবং ট্রানজেকশন আইডি ভর্তি ফরমে উল্লেখ করতে হবে। 

ভর্তির যোগ্যতাসমূহ
বাংলাদেশের যে কোন স্বীকৃত বোর্ড হতে যে কোন বিভাগে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আরও পড়ুন: রাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় শেষ হচ্ছে আজ

আবেদন সময়সীমা 
১ ডিসেম্বর ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। 

আসন পূরণ করার শর্ত
আগে আসলে আগে নিশ্চিত করা হবে।

ভর্তির তারিখ
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ন্যূনতম টাকা ১০ হাজার টাকা কোর্স ফি (ক্যাশ.ব্যাংক ড্রাফট.পে-অর্ডার এর মাধ্যমে) জমা করে আসন নিশ্চিত করতে হবে। অবশিষ্ট কোর্স ফি ৩১ জানুয়ারির মধ্যে এককালীন নিহম অফিসে (ক্যাশ.ব্যাংক ড্রাফট.পে-অর্ডার এর মাধ্যমে) জমা দিতে হবে।

ব্যাংক ড্রাফট.পে-অর্ডার সংক্রান্ত। কোর্স ফি ‘Navy Institute of Hospitality Management Miscellaneous Fund’ , ট্রাস্ট ব্যাংক পিএলসি, খুলনা শাখার অনুকূলে পে অর্ডার.ব্যাংক ড্রাফট করতে হবে।

ক্লাস শুরু
২০২৬ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ।