১২ আগস্ট ২০২৫, ১৭:২৩

হার্টের রিং: দাম কমছে না বাড়ছে? নতুন মূল্য কার্যকর অক্টোবরে

প্রতীকী ছবি   © টিডিসি ফটো

হার্টের রোগীদের জন্য সুসংবাদ। হার্টের রিং বা স্টেন্টের দাম পুনঃনির্ধারণ করেছে সরকার, যা আগের তুলনায় কম হওয়ার সম্ভাবনাই বেশি। আগামী ১ অক্টোবর থেকে এই নতুন মূল্য কার্যকর হবে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক এ তথ্য জানান।

পরিচালক ডা. মো. আকতার হোসেন জানান, জীবন রক্ষাকারী গুরুত্বপূর্ণ এসব মেডিকেল ডিভাইসের দাম সহনীয় রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে।

তিনি জানান, হার্টের স্টেন্ট, পেসমেকার, বেলুন, ক্যাথেটারসহ চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ডিভাইসের মূল্যনির্ধারণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এরইমধ্যে এক বিশেষজ্ঞ পরামর্শক কমিটি গঠন করেছে। গত ১৩ এপ্রিল গঠিত এই কমিটি দেশের বরেণ্য কার্ডিয়াক, ভাস্কুলার ও নিউরো সার্জনদের নিয়ে গঠিত হয়।

আরও পড়ুন: মাদ্রাসার শিক্ষকদের জুলাই মাসের এমপিওর চেক ছাড়

কমিটির তিন দফা সভায় বাজারে প্রচলিত আমেরিকান তিনটি কোম্পানির স্টেন্টের মূল্য পর্যালোচনা করা হয়। এতে প্রতিবেশী দেশের দাম, ট্যাক্স, ভ্যাট ও অন্যান্য খরচ বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত আসে। এই সুপারিশের ভিত্তিতে স্বাস্থ্যসেবা বিভাগ ৩ আগস্ট স্টেন্টের সর্বোচ্চ খুচরা মূল্য পুনঃনির্ধারণ করে।

ডা. আকতার হোসেন বলেন, ‘নতুন দামে স্টেন্ট পাওয়া গেলে রোগীদের চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। যদিও কিছু আমদানিকারকের কাছে এখনো আগের দামের পণ্য মজুত রয়েছে, তারা কার্যকর করতে সময় চেয়েছিল। কিন্তু জনস্বার্থে সিদ্ধান্ত হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে নতুন দামই কার্যকর হবে।’

তিনি আরও জানান, শুধু স্টেন্ট নয়, হার্টের চিকিৎসায় ব্যবহৃত সব মেডিকেল ডিভাইসের দাম ধাপে ধাপে যৌক্তিকভাবে পুনঃনির্ধারণ করা হবে।