২৭ জুলাই ২০২৫, ১৯:৩৩

তরুণদের মধ্যে কোলোরেক্টাল ও জিআই ক্যান্সার বেড়ে চলেছে, কারণ কী?

প্রতীকি ছবি  © সংগৃহীত

পাচনতন্ত্র বা গ্যাস্ট্রোইনটেস্টাইনাল (GI) ক্যান্সার সাধারণত বয়স বাড়ার সঙ্গে সম্পর্কিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে ৫০ বছরের কম বয়সী তরুণদের মধ্যেও এই ধরনের ক্যান্সারের হার উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। বিশেষ করে কোলোরেক্টাল (অন্ত্র ও মলাশয়) ক্যান্সার এখন তরুণ পুরুষদের ক্যান্সারজনিত মৃত্যুর প্রধান এবং নারীদের মধ্যে দ্বিতীয় প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিষয়টি নিয়ে British Journal of Surgery-এ প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণা পর্যালোচনায় বলা হয়েছে, তরুণদের মধ্যে কোলোরেক্টাল ও অন্যান্য জিআই ক্যান্সারের এই বাড়তির জন্য নির্দিষ্ট কোনো কারণ স্পষ্ট নয়। তবে গবেষকরা মনে করছেন, অতিরিক্ত ওজন, পাশ্চাত্য ঘরানার খাদ্যাভ্যাস, নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, ধূমপান, অতিরিক্ত মদ্যপান এবং এমনকি মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শ—সবগুলোই সম্ভাব্য ঝুঁকি হিসেবে কাজ করছে। 

এটি একটি বৈশ্বিক প্রবণতা, এর পেছনে মূলত পরিবেশগত উপাদান, খাদ্যাভ্যাস ও জীবনধারার পরিবর্তন বড় ভূমিকা রাখছে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সংক্রমণ বেড়েছে, মৃত্যু ৩

বিশেষজ্ঞগণ বলেন, যদিও মোটা হওয়ার প্রবণতা এই ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত, অনেক রোগীই মোটা নন, পারিবারিক ইতিহাস নেই এবং অন্য কোনো সুস্পষ্ট ঝুঁকিও নেই। এটা ইঙ্গিত করে যে পরিবেশ, অনিয়ন্ত্রিত জীবনযাপন,  প্রক্রিয়াজাত খাবার ও লাল মাংসের আধিক্য, ব্যায়ামের অভাব এবং মানসিক চাপ শরীরের ব্যাকটেরিয়াল ভারসাম্য (মাইক্রোবায়োম) ও রোগপ্রতিরোধ ব্যবস্থাকে প্রভাবিত করে একটি প্রো-ইনফ্ল্যামেটরি (প্রদাহজনিত) প্রতিক্রিয়া তৈরি করছে, যা আগেভাগে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ায়।”

তারা আরও বলেন, সময় থাকতেই সচেতনতা, সঠিক খাদ্যাভ্যাস, পরিমিত জীবনযাপন ও স্বাস্থ্যপরীক্ষা—এই বিষয়গুলো জোর দিয়ে অনুসরণ করলে তরুণদের মধ্যে এ ক্যান্সারের ঊর্ধ্বগতি রোধ করা সম্ভব।