১৯ জুলাই ২০২৫, ১৯:৩২
কুমিল্লায় চট্টগ্রামগামী ট্রেন লাইনচ্যুত
কুমিল্লার সদর রসুলপুর রেলস্টেশনের আউটার সিগনালে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার ফলে ঢাকা থেকে চট্টগ্রামগামী রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের কুমিল্লা বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার।
তিনি জানান, ‘পাহাড়িকা ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়েছে। লাকসাম জংশন থেকে একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে নতুন ইঞ্জিন দিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে।’
আরও পড়ুন: চলতি বছরে করোনায় আক্রান্ত ৬৯৯, মৃত্যু কত?
দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।