চলতি সপ্তাহেই শুরু হবে শিশুদের টিকা কার্যক্রম, দেওয়া হবে রাজধানীর স্কুলে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ আগস্ট ২০২২, ০২:৫৫ PM , আপডেট: ০১ আগস্ট ২০২২, ০৩:১০ PM
করোনা প্রতিরোধে চলতি সপ্তাহেই শুরু হবে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা কার্যক্রম। শুরুতে ঢাকা শহরের যে সব এলাকায় কোভিডে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে সে এলাকার কিছু বিদ্যালয়ে আগে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
সোমবার (১ আগস্ট) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শিশুদের টিকা নিয়ে আসাদের যাবতীয় প্রস্তুতি শেষ করা আছে। ঢাকার যে সব এলাকায় কোভিডে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে সে এলাকায় আগে টিকা দেওয়া হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সারাদেশে দেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘আমাদের হাতে পর্যাপ্ত টিকাও মজুদ আছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশে এলেই টিকা কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।’
এর আগে শিশুদের টিকার নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সুরক্ষা অ্যাপস বাচ্চাদের নিবন্ধনের জন্যে খুলে দেওয়া হয়েছে। ইতোমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে।’
আরও পড়ুন: ঢাকায় প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।
২৮ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক আদেশে বলা হয়, ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন গ্রহণ করতে অবশ্যই সুরক্ষা অ্যাপ/সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধিত হতে হবে। যেসব শিক্ষার্থীর ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর নেই তাদের অবশ্যই ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকরা বিষয়টি নিশ্চিত করবেন।
উল্লেখ্য, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছেছে। কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় বাংলাদেশ এ টিকা পেয়েছে।