ওমিক্রন রোধে আন্তঃমন্ত্রণালয় বৈঠক চলছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২, ০৭:২৭ PM , আপডেট: ০৩ জানুয়ারি ২০২২, ০৭:৩৬ PM
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ রোধে সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রী-সচিবদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শুরু হয়েছে। আজ সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এছাড়া বৈঠকে অংশ নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেন, তথ্য সচিব মো. মকবুল হোসেন।
বৈঠকে আরও উপস্থিত রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) মো. শাহেনুর মিয়া।
বৈঠকে ভার্চ্যুয়ালি দেশের বিভিন্ন জেলার ডিসি, এসপি, ডিআইজি, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য বিভাগের পরিচালক, সিভিল সার্জনরা যুক্ত রয়েছেন।
বৈঠকে ওমিক্রন পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন।
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন পৃথিবীর বিভিন্ন দেশে দ্রুত ছড়াচ্ছে। এ ভাইরাসের কারণে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গে লকডাউন দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত বাংলাদেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা সাতজন।