করোনায় শনাক্তের হার বেড়েছে
গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ২৮ হাজার ৭৭ জন।
এদিকে গত এক দিনে ১৯ হাজার ১৮৯ নমুনা পরীক্ষা করে ৫৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশ।
মারা যাওয়া ব্যক্তির বয়স ৪০ বছর। তিনি একজন নারী। রংপুর বিভাগের বাসিন্দা।
আরও পড়ুন:আমেরিকায় স্কুল খোলার এক সপ্তাহে আড়াই লাখ শিশু করোনা আক্রান্ত
গতকাল শনিবার ১ জানুযারি সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশ। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জনের করোনা শনাক্ত হলো।
রোববার (২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত হার ছিল ২ দশমিক ৪৩ শতাংশ। এছাড়া একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৩ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৬৭ শতাংশ।
আরও পড়ুন:শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে বলেই করোনা সংক্রমণ কম: শিক্ষামন্ত্রী
গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে মৃত্যু হয় প্রথম এক জনের।