চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত ছাড়ালো ৭ হাজার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৪ PM , আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৫ PM
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৬১-তে। এই সময়ে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৪২ জন। এ নিয়ে চলতি মাসে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৭ হাজার ১ জন।
রবিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৪৩ জন রোগী ভর্তি আছে।
এর মধ্যে ঢাকাতেই আছেন ৮১৪ জন, আর বাকি ২২৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ১৭ হাজার ৩৫৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং এর মধ্যে ছাড়া পেয়েছেন ১৬ হাজার ২৫৩ জন।