ধারাবাহিকভাবে কমছে করোনায় মৃত্যু ও শনাক্ত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৩ জনে। আজ শুক্রবার (২০ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ হাজার ৯৯৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টার পরীক্ষায় শনাক্তের হার ১৭.১৮%। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জনে।
পড়ুন: ১৯ দিনে সংক্রমণের হার কমেছে ১৩ শতাংশ
এর আগে, গতকাল বৃহস্পতিবার এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫৯ জনের মৃত্যু হয়েছে। এদিন ৬ হাজার ৫৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তারও আগে, বুধবার ১৭২, মঙ্গলবার ১৯৮ জনের মৃত্যু হয়।
অন্যদিকে, দেশে গত বৃহস্পতিবার ৬ হাজার ৫৬৬ জন, বুধবার ৭ হাজার ২৪৮ জন এবং মঙ্গলবার ৭ হাজার ৫৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১০ হাজার ৫৭৪ জন। এ নিয়ে দেশে মোট ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন করোনা থেকে সুস্থ হলো।