মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়

করোনায় প্রাণ গেল দুই বাংলাদেশি শিক্ষকের

তাদের মৃত্যুতে ছাত্র-শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে
তাদের মৃত্যুতে ছাত্র-শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে  © সংগৃহীত

মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুইজন বাংলাদেশি মেধাবী শিক্ষকের প্রাণ গেল করোনায়। এই দুইজন শিক্ষক হিসেবে খুবই প্রভাবশালী ও স্বনামধন্য ছিলেন। তাদের মৃত্যুতে ছাত্র-শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

অধ্যাপক ড. এ আহাদ ওসমান গণির শোক শেষ হতে না হতেই সহযোগী অধ্যাপক ড. ইশতিয়াক হোসাইন মৃত্যুবরণ করলেন। উভয়েই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাই নিয়ম অনুযায়ী লাশ মালয়েশিয়াতেই দাফন করতে হচ্ছে। এ ধরনের মেধাবী সন্তানদের মৃত্যু নিঃসন্দেহে দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

কুয়ালালামপুরের পেরদানা বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট স্কুল অফ মেডিসিনের ডেপুটি ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল হাসান মাজিজ বলেন, বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের যে অবস্থান ছিল এই দুই সহকর্মীর অকাল মৃত্যুতে যে ক্ষতি হলো তা অপূরণীয়। এখানে আমাদের চরম প্রতিযোগিতা করেই আন্তর্জাতিক মানদন্ড বজায় রাখতে হয়।

তিনি বলেন, এই দুইজন সহকর্মীর অকাল মৃত্যু প্রমাণ করেছে তারা করোনাকালেও শিক্ষকতায় কতটা নিবেদিত ছিলেন। এই সময়ে আমাদের সতর্ক থাকার কোনো বিকল্প নেই।


সর্বশেষ সংবাদ