করোনায় মৃত্যু ও শনাক্ত দুটিই বেড়েছে

করোনাভাইরাস
করোনাভাইরাস  © ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ও মৃত্যু দুটোই বেড়েছে। দেশে একদিনে করোনায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট প্রাণহানি হলো ১২ হাজার ৯৮৯ জনের।

আজ বৃহস্পতিবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৫৭৬ জনের শরীরে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ২০ হাজার ৩৯৫ জনের।

পড়ুন: ৩২ জেলায় চোখ রাঙাচ্ছে করোনা, খারাপ পরিস্থিতির আশঙ্কা

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৬১ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ৫৯ হাজার ৬৩০ জন।

এর আগে, গতকাল বুধবার (০৯ জুন) দেশে করোনায় ৩৬ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ২ হাজার ৫৩৭ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।


সর্বশেষ সংবাদ