করোনায় আক্রান্ত খালেদা জিয়ার জন্য জরুরি মেডিকেল বোর্ড

করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া  © ফাইল ফটো

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীরে এখন করোনার কোনো উপসর্গ নেই। তবে পরীক্ষার জন্য তার রক্তের নমুনা নেওয়া হয়েছে। রক্তে কোনো ঝুঁকি আছে কিনা, তা জানার জন্য বায়োকেমিক্যাল টেস্ট করা হয়েছে। সে রিপোর্ট পেয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

আজ বুধবার (১৪ এপ্রিল) ডা. আল মামুন জানান, পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি মেডিকেল বোর্ড আহবান করা হয়েছে। রক্তের বায়োকেমিক্যাল স্যাম্পলের রিপোর্টে ত্রুটি খুঁজে পাওয়া যায়নি।

এর আগে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে যান ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন। বিকালে এক ঘণ্টা খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন তিনি। এ সময় বায়োকেমিক্যাল টেস্টের জন্য খালেদা জিয়ার রক্তের নমুনা সংগ্রহ করেন একজন টেকনোলজিস্ট।

তিনি বলেন, খালেদা জিয়া সুস্থ আছেন। এ পর্যন্ত খালেদা জিয়ার যে অবস্থা, তাতে বাসায় তার চিকিৎসা সম্ভব।

ডা. মামুন বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন তার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। দেশ-বিদেশের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে তিনি নির্দেশ দিচ্ছেন।


সর্বশেষ সংবাদ