প্রধানমন্ত্রী প্রথম করোনার টিকা নিলে আস্থা বাড়বে: জাফরুল্লাহ চৌধুরী

ডা. জাফরুল্লাহ চৌধুরী
ডা. জাফরুল্লাহ চৌধুরী  © ফাইল ফটো

করোনাভাইরাসের প্রথম টিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমক্ষে নেয়া উচিত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। বুধবার (২০ জানুয়ারি) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘টিকার ক্ষেত্রে সরকারের বড় ভুলটা হচ্ছে। প্রথম টিকাটা নেয়া উচিত প্রধানমন্ত্রীর। টেলিভিশনের সামনে টিকা উনি নিলে মানুষের আস্থা জন্মাবে। পাশাপাশি প্রত্যেক মন্ত্রীর জেলায় গিয়ে সবার আগে টিকা নেয়া উচিত। এতে মানুষের আস্থা জন্মাবে, তাদেরকে বুঝিয়ে বলা যাবে।’

এসময় টিকাগ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিকে যাদেরকে ঠিক করা হয়েছে, তা ঠিকই আছে বলেও জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

প্রতিবেশী দেশ ভারতের উপহার হিসেবে দেওয়া করোনাভাইরাসের প্রায় ২০ লাখ টিকা আজ ঢাকায় এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) টিকা নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বেলা ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকায় ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত এবং ভারতের সেরাম ইনস্টিটিউট প্রস্তুতকৃত ২০ লাখ করোনার টিকা বাংলাদেশকে দিয়েছে দেশটি।

উপহারের টিকার বাইরেও বাংলাদেশ সরকারের সঙ্গে সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মার চুক্তি রয়েছে। এবার নিবন্ধন ছাড়া কাউকে করোনার টিকা দেবে না সরকার। ঢাকার চারটি হাসপাতালে এ মাসের শেষ দিকে টিকাদানের মহড়া বা ড্রাই রান হবে। আগামী মাসের প্রথম সপ্তাহে সারাদেশে টিকা কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে সরকার।

মন্ত্রণালয় সূত্র জানায়, সম্মুখসারির স্বাস্থ্যকর্মী, শিক্ষক, সাংবাদিক, পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার ২০ থেকে ২৫ জনকে প্রথমে এ টিকা দেওয়া হবে। আর বেক্সিমকোর মাধ্যমে আসা টিকা আগামী ৮ ফেব্রুয়ারির আগে জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হবে। এরপর দেশব্যাপী টিকা দেওয়া শুরু হবে।


সর্বশেষ সংবাদ