‘আব্বাকে একা ছাড়ছি না, আমিও সঙ্গী হবো’— স্ট্যাটাস দিয়ে ছেলের আত্মহত্যা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ১২:৫৪ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২০, ০১:২৬ PM
নেত্রকোনায় কোরআনে হাফেজ বাবার মৃত্যু শোক সইতে না পেরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শেখ রাসেল (২২) নামে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র। বুধবার (১১ নভেম্বর) রাতে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধোবারুহী গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শেখ রাসেলের বাবা হাফেজ মাওলানা আবদুল বারী (৬০) স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন। বুধবার দিবাগত রাত ৮টার দিকে তিনি স্ট্রোক করে মারা যান। এতে শেখ রাসেল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওই রাতেই বাড়ির পাশে তাদের ফিসারীজ ঘরের আড়ায় গলায় মাফলার দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
মৃত্যুর আগে রাসেল তার ফেসবুক ওয়ালে লেখেন, ‘আমার দুনিয়ায়, আমার আখেরাত আমার আব্বা! ডঃ মাত্র আব্বা রে মৃত ঘোষণা করলো! দোয়া চাই, অবশ্যই আব্বা কে একা ছাড়বো নাহ..আমিও সঙ্গী হবো, ইনশাআল্লাহ। আমার দুনিয়া, আমার আব্বা আমার সব, আমার কলিজ। আমার অক্সিজেন ফুরিয়ে গেল,আমার দেহ থেকে কলিজা বিছিন্ন হলো! বাবা আমাদের জন্য আমৃত্যু সংগ্রাম করে গেলেন প্রতিদান দিলাম, দুশ্চিন্তা, ক্রোধ, আর নানা বাজে কাজ! আব্বা তুমি আমার সুপার হিরো! আমার বেঁচে থাকার সম্বল তুমি নাই আমি কি করে থাকবো বলো? ১০ টা বেজে গেল, কই তোমার ফোন তো আসলো নাহ! কই আমার খোঁজ তো কেউ নিলো নাহ।’
এদিকে পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ইতোমধ্যেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।