ভারতে একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত

  © ফাইল ফটো

ভারতে করোনাভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে। সর্বশেষ আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) একদিনে সর্বোচ্চ সাড়ে ৯৬ হাজার শনাক্ত করার কথা জানিয়েছে দেশটি। এতে ভারতে ৪৫ লাখ ছাড়িয়ে গেল মোট আক্রান্তের সংখ্যা। সংক্রমণ হারও আট শতাংশের উপরেই রয়েছে। দৈনিক মৃত্যুর সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে সংশ্লিষ্টদের।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ২৪ ঘণ্টায় ৯৬ হাজার ৫৫১ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। একদিনে এত সংখ্যক মানুষ এর আগে আক্রান্ত হননি। ওই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৬ হাজার ৩৫৩ ও ২৭ হাজার ৬৯০ জন।

ভারতের সংক্রমণ বৃদ্ধি ওই দুই দেশের তুলরনায় প্রায় তিন গুণ হয়ে গেছে। এই ধারা গত প্রায় এক মাস ধরে অব্যাহত রয়েছে। সাড়ে ৯৬ হাজার বৃদ্ধির জেরে ভারতে মোট আক্রান্ত হলেন ৪৫ লাখ ৬২ হাজার ৪১৪ জন। প্রথম স্থানে থাকা যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ৬৩ লাখ ৯৬ হাজার ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত ৪২ লাখ ৩৮ হাজার।

মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটক রাজ্য আক্রান্ত বৃদ্ধিতে এগিয়ে রয়েছে। ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ মহারাষ্ট্রে ২৩ হাজার, অন্ধ্রপ্রদেশে ১০ হাজার ও কর্নাটকে ৯ হাজার জন। উত্তরপ্রদেশেও দৈনিক আক্রান্ত বিগত কয়েক দিন ধরে সাড়ে ছ’হাজার ছাড়িয়ে যাচ্ছে। দৈনিক সংক্রমণে নতুন করে চিন্তা বাড়াচ্ছে দেশের রাজধানী।

গত জুলাইয়ের শেষ ও অগস্টে সেখানে দৈনিক সংক্রমণ কমে এক হাজারের ঘরে নেমেছিল। গত ক’দিন ধরেই তা আবার বেড়েছে। বৃহস্পতিবার থেকে সেখানকার দৈনিক আক্রান্ত চার হাজার ছাড়িয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ ও বিহারে নতুন সংক্রমণ একই হারে হলেও তেলঙ্গানা, আসাম, উড়িষ্যায় দৈনিক নতুন সংক্রমণ চিন্তার কারণ হচ্ছে সংশ্লিষ্টদের। কেরালা, হরিয়ানা, পঞ্জাব, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়েও আক্রান্ত উল্লেখযোগ্য হারে বাড়ছে।

দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুতেও এখন অন্যান্য দেশের থেকে এগিয়ে ভারত। মোট মৃত্যুর নিরিখে বিশ্বের তৃতীয় স্থানে থাকলেও, প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা আমেরিকা ও ব্রাজিলের তুলনায় ভারতে মোট মৃত্যু অনেক কম। পাশাপাশি ওই দেশগুলোর তুলনায় ভারতে মৃত্যুর হারও অনেকটাই কম।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ২০৯ জনের। এ নিয়ে দেশে মোট ৭৬ হাজার ২৭১ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস। এরমধ্যে মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ২৮ হাজার ২৮২ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত্যু আট হাজার ছাড়িয়েছে। তৃতীয় স্থানে থাকা কর্নাটকে মৃতের সংখ্যা ছয় হাজার ৯৩৭। আর দিল্লিতে এ সংখ্যা চার হাজার ৬৬৬।

এখনও পর্যন্ত ভারতে মোট ৩৫ লাখ ৪২ হাজার ৬৬৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। অর্থাৎ মোট আক্রান্তের ৭৭.৬৫ শতাংশই সুস্থ হয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭০ হাজার ৮৮০ জন।


সর্বশেষ সংবাদ