জানুয়ারিতেই অক্সফোর্ডের ভ্যাকসিন পাবে বাংলাদেশ

  © ফাইল ফটো

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রধান পরিচালন কর্মকর্তা রাব্বুর রেজা জানিয়েছেন, আমরা ওয়ার্ল্ডের ফার্স্ট কোম্পানি রেমডেসিভির লঞ্জ করেছি। সেই সঙ্গে প্রতিটা সরকারি হাসপাতালে ফ্রি এই ওষুধটি দিয়েছি। এরপর আমরা চেষ্টা করছি, কীভাবে সরকারকে আরও সাহায্য করা যায়।

আজ শনিবার দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন, আমরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করা ভ্যাকসিন ২০২১ সালের শুরুতে পাওয়ার আশা করছি। বেক্সিমকো ওষুধের দাম জনসাধারণের নাগালে রাখতে কাজ করবে।

এর আগে গতকাল শুক্রবার সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের (এসআইআই) সঙ্গে করোনাভাইরাসের ভ্যাকসিনের উন্নয়নে যৌথভাবে কাজ করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পড়ুন: অক্সফোর্ডের ভ্যাকসিন বাংলাদেশে আনবে বেক্সিমকো

রাব্বুর রেজা বলেন, আমাদের লক্ষ্য থাকবে, যত কম মূল্যে এটি সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায়।

অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন (এজেডডি১২২২) একটি অ্যাডিনোভাইরাস ভেক্টরভিত্তিক ভ্যাকসিন। ব্রাজিল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতে এটির ব্যাপক পরিসরে তৃতীয় ধাপের ট্রায়াল চলছে। এ বছরের শেষ নাগাদ ভ্যাকসিনটি অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে।

এই ভ্যাকসিনের বৈশ্বিক সরবরাহের জিন্য এসএসআই ইতোমধ্যেই এটির ১০০ কোটিরও বেশি ডোজ উৎপাদনের লক্ষ্যে অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার পাশাপাশি গেটস ফাউন্ডেশন ও গ্যাভির সঙ্গে অংশীদারিত্বে পৌঁছেছে।


সর্বশেষ সংবাদ