শেখ হাসিনা মেডিকেল অধ্যক্ষের বিরুদ্ধে মামলা

শেখ হাসিনা মেডিকেল কলেজ
শেখ হাসিনা মেডিকেল কলেজ  © সংগৃহীত

শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ানসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রবিবার(১৬ আগস্ট) দুদকের উপ-সহকারী পরিচালক সহিদুর রহমান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

জানা গেছে, প্রকৃত দামের চেয়ে অতিরিক্ত দামে বই কিনে এক কোটি ঊনত্রিশ লক্ষ তেত্রিশ হাজার একশত একুশ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। মামলার অপর আসামি হলেন নির্ঝরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আফসানা ইসলাম কাকলী।

শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ানের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছে দুদক। কমিশনের উপ-সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলার অপর আসামি হলেন- পুনম ট্রেড ইন্টারন্যাশনালের এসএম নজরুল ইসলাম নুতন। মামলার অভিযোগে বলা হয়েছে, অতিরিক্ত মূল্য দেখিয়ে যন্ত্রপাতি কেনার মাধ্যমে দুই কোটি চৌদ্দ লক্ষ সাতচল্লিশ হাজার সাত শত টাকা আত্মসাৎ করেছেন তারা।


সর্বশেষ সংবাদ