ভোক্তা অধিকারের মনজুর শাহরিয়ার ফের করোনায় আক্রান্ত

  © সংগৃহীত

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে গত ১৩ মে প্রথম দফায় করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে যান তিনি।

এবার দ্বিতীয় দফায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। আজ মঙ্গলবার (২৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বিতীয় দফায় করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই নিশ্চিত করেন তিনি। ভোক্তাদের অধিকার নিশ্চিতে অভিযান পরিচালনা করে দেশব্যাপী জনপ্রিয়তা পান শাহরিয়ার।  

মনজুর মোহাম্মদ শাহরিয়ার লিখেছেন, ‘আক্রান্ত হওয়ার ১৩ দিনের মাথায় কোভিড-১৯ টেস্ট আবারো পজিটিভ। ফুসফুসে গভীর সংক্রমণ ধরা পড়েছে। আশংকা সত্যি হয়ে গেল। ঘরের অন্য সদস্যদের অবস্থা স্থিতিশীল রয়েছে।’

তিনি লেখেন, ‘রাতের অন্ধকারের পর আসে ভোরের সূর্য। আলোকিত হয়ে উঠে সবকিছু। ইনশাআল্লাহ বিশ্বাস করি আবার সব আগের মতোই হবে। মনোবল শক্ত আছে; কিন্তু কি যেন...... পরিবারের সব সদস্যকে অমানবিক এক যন্ত্রণায় ফেলে দিলাম। রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করুন; ধৈর্য করার তৌফিক দিন।’

তিনি আরও বলেন, ‘সারাদেশে সবাই আমাদের জন্য যে প্রার্থনা করেছেন তা আশীর্বাদ হয়ে থাকবে। সবার দোয়া চাই। ইন্নাল্লাহা মাআস সোয়াবেরিন। তাওক্কালতু আলাল্লাহ।’


সর্বশেষ সংবাদ