সাগর থেকে ২৮০ রোহিঙ্গা উদ্ধার, ভাসানচরে পাঠানো হলো কোয়ারেন্টিনে

এভাবেই সমুদ্র পথে বিভিন্ন দেশে পাড়ি দেয়ার চেষ্টা চালায় রোহিঙ্গারা। ২০১৭ সালের ছবি
এভাবেই সমুদ্র পথে বিভিন্ন দেশে পাড়ি দেয়ার চেষ্টা চালায় রোহিঙ্গারা। ২০১৭ সালের ছবি  © বিবিসি

কক্সবাজারের নিকটবর্তী বঙ্গোপসাগর থেকে ২৮০ জনের বেশি রোহিঙ্গাকে উদ্ধার করে ভাসানচরে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। নেভির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এর মাধ্যমে এবারই সবচেয়ে বড় সংখ্যায় রোহিঙ্গা নিয়ে যাওয়া হয়েছে ভাসানচরে। সূত্র জানায়, গতকাল মধ্যরাতে কক্সবাজারের কাছাকাছি সমুদ্র থেকে উদ্ধার করে তাদের নিয়ে যাওয়া হয়।

ভাসানচরে রোহিঙ্গাদের যে আবাসস্থল সেখানে পর্যাপ্ত পরিমানে থাকা-খাওয়ার জায়গা আছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা অনুযায়ী, ওই রোহিঙ্গাদের নিয়ে যাওয়া হয় ভাসানচরে।


সর্বশেষ সংবাদ