গুরুতর রোগীর হাসপাতালে ভর্তি সমন্বয় করবে স্বাস্থ্য অধিদপ্তর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ মে ২০২০, ০৪:০৭ PM , আপডেট: ০১ মে ২০২০, ০৪:০৭ PM
সরকারি বা বেসরকারি হাসপাতালে সঙ্কটজনক কোন রোগী কোভিড নাইনটিন আক্রান্ত বলে যদি সন্দেহ হয় এবং কোন কারণে তাকে ওই হাসপাতালে ভর্তি করানো সম্ভব না হয়, তাহলে ওই রোগীর ভর্তি বা চিকিৎসা বিষয়ে পরামর্শ গ্রহণ করতে হবে। এজন্য স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড নাইনটিন সম্পর্কিত সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের হটলাইনে ফোন করতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তর এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা এই নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন। নির্দেশে বলা হয়েছে, এধরনের ঘটনার ক্ষেত্রে উক্ত রোগীকে অপেক্ষমান রেখে হটলাইনে ফোন করে ওই রোগীর ভর্তি বা চিকিৎসার বিষয়ে ফলপ্রসু পরামর্শ নিতে হবে।
নিয়ন্ত্রণ কক্ষ এক্ষেত্রে রোগীর ভর্তি বা চিকিৎসার বিষয়ে করণীয় সমন্বয় করবে। সম্প্রতি সর্দি কাশি জ্বর ইত্যাদি নিয়ে হাসপাতালে গেলে সরকারি ও বেসরকারি কোন হাসপাতালই রোগী ভর্তি করতে চাইছে না বা তাদের চিকিৎসা হচ্ছে না এমন কিছু অভিযোগ উঠেছে।
প্রাণঘাতী ভাইরাসকরোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বাংলাদেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭০ জনে। এছাড়া নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫৭১ জনের দেহে। ফলে সর্বমোট শনাক্তের সংখ্যা হলো ৮ হাজার ২৩১ জন।