এক ঘন্টায় শনাক্ত করবে করোনা, নতুন কিট উদ্ভাবন কানাডার
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ০১:৫৯ PM , আপডেট: ৩০ এপ্রিল ২০২০, ০২:০৭ PM
এক ঘন্টা সময়ে ফলাফল পা্ওয়া সম্ভব এমন ক্ষমতা সম্পন্ন কোভিড-১৯ করোনাভাইরাস পরীক্ষার নতুন টেস্টিং কিট উদ্ভাবন করেছে কানাডা গুয়েল্ফের প্রিসিশন বায়োমনিটরিং। কোম্পানিটির দাবি, এ টেস্টিং কিটটি সহজে বহনযোগ্য এবং ল্যাবরেটরি টেস্টের মতোই সঠিক ফলাফল দেবে।
এর আগে রাজধানী অটোয়ার স্পার্টার্ন বায়োসায়েন্স এর সহজে বহনযোগ্য দ্রুত পরীক্ষার কিটকে অনুমোদন দেয় হেলথ কানাডা। সেটি এখন ফেডারেল সরকার ব্যবহার শুরু করেছে।
তবে বিটিএনএক্স নামে ওপর একটি কোম্পানির টেস্টিং কিটকে হেলথ কানাডা অনুমোদন দেয়নি। এই কোম্পানিটি রক্ত পরীক্ষার মাধ্যমে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করে। কানাডা করোনাভাইরাসের সংক্রমণ সনাক্তে রক্ত পরীক্ষাকে এখন পর্যন্ত উৎসাহ দিচ্ছে না।
প্রিসিশন বায়োমনিটরিং জানায়, ফেডারেল সরকার তাদের উৎপাদিত সকল টেস্টিং কিট কিনে নিতে লিখিতভাবে লেটার অব ইনটেন্ট দিয়েছে। কোম্পানিটি হেলথ কানাডার অনুমোদন পেলেই তারা কিট উৎপাদন শুরু করবে। দেশের উত্তর জনপদের মানুষের জন্য এই টেস্টিং কিট ব্যবহৃত হবে বলে কোম্পানিটি জানায়।
কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এক বিবৃতিতে বলেছেন, এ কিটটি এক ধরনের ‘ব্রিফকেস ল্যাবরেটরি’। ব্যাটারি চালিত কয়েক পাউন্ডের এই ডিভাইসটি ব্রিফকেসে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়া যায় এবং ভাইরাসের টেস্ট করা যায়। ৬০ মিনিটের মধ্যেই টেস্টের ফলাফল পাওয়া যায় এই কিটে।
কোম্পানিটির ওয়েবসাইট থেকে জানা যায়, গত চার বছর ধরে কৃষি খামার এবং প্রাণীদেহে বিভিন্ন ভাইরাসের সংক্রমন চিহ্নিতকরণ নিয়ে কাজ করছে কোম্পানিটি। দেশে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিলে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তারা কোভিড-১৯ এর কিট এর ব্যাপারে আগ্রহী হয়।
অন্টারিও এবং ম্যানিটোবার অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের সাথে তাদের সম্পর্ককে কাজে লাগিয়ে তারা কোভিড-১৯ এর টেস্টিং কিট নিয়ে কাজ শুরু করে। কোভিড-১৯ এর ডিএনএ চিহ্নিত ও আলাদা করেছে যে গবেষক দলটি তাদেরও সম্পৃক্ত করে তারা।মার্চ মাসের শেষের দিকে তারা কিটটি নিয়ে পরীক্ষা চালানোর অনুমোদন চায়।
কোম্পানিটি আরও জানায়, নতুন এই টেস্টিং কিটের ফলাফল সম্পর্কে তারা আস্থাশীল। হেলথ কানাডার অনুমোদন পেলেই তারা কিট উৎপাদন শুরু করবে এবং সরকারকে সরবরাহ শুরু করবে।