সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি

বাংলাদেশ করোনামুক্ত হবে জুলাইয়ে

  © বিবিসি

চীনের উহান থেকে ছড়ানো করোনাভাইরাসের কারণে টালমাটাল হয়ে পড়েছে গোটা বিশ্ব। এর থেকে রক্ষায় পায়নি বাংলাদেশও। দেড় শতাধিক মানুষের মৃত্যুর পাশাপাশি প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন বিপুল সংখ্যক মানুষ। কবে এ ভাইরাস নিয়ন্ত্রণে আসবে তা জানা নেই কারোর।

তবে এবার কিছুটা স্বস্তির খবর দিয়েছে সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের (এসইউটিডি)। তাদের এক গবেষণা অনুযায়ী, পৃথিবী থেকে ৮ ডিসেম্বর বিদায় নেবে করোনাভাইরাস। আর বাংলাদেশ হতে পুরোপুরি বিদায় নেবে ১৫ জুলাই। করোনাভাইরাসের ভয়াল মহামারীতে যখন কাঁদছে গোটা বিশ্ব, তখন এ ধরণের খবর সামনে এলো।

সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের (এসইউটিডি) ডেটা ড্রাইভেন ইনোভেশন ল্যাবের প্রফেসর ড.জিয়ানজি লুও এর নেতৃত্বে সিঙ্গাপুরের এই বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক এ প্রতিবেদন প্রকাশ করেছে। বিভিন্ন দেশ থেকে পাওয়া তথ্যে ও করোনাভাইরাসের জীবনচক্রের মেয়াদ সম্পর্কে প্রচুর তথ্যের ওপর ভিত্তি করে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, সারাবিশ্ব থেকে করোনা পুরোপুরি বিদায় নিতে পারে চলতি বছরেরর ৮ ডিসেম্বরের মধ্যে।

করোনার বিদায়ের দিনক্ষণের বিষয়ে এমন পূর্বাভাস এটাই প্রথমবারের মতো প্রকাশ করা হল। ভাইরাসটি বিস্তারের ধরন, মানবদেহে ক্ষতিকর প্রভাব ও বৈশিষ্ট্য, সব মিলিয়েই গবেষকেরা পূর্বাভাস দিয়েছেন, বাংলাদেশ থেকে ভাইরাসটির পুরোপুরি বিদায় নিতে ১৫ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে। বাংলাদেশে এই ভাইরাসটি ১৯ মের মধ্যে ৯৭ শতাংশ, ৩০ মের মধ্যে ৯৯ শতাংশ বিলীন হয়ে যাবে।

তাদের সার এপিডেমিক মডেল বলছে, বিভিন্ন দেশ থেকে পাওয়া তথ্যে ও করোনাভাইরাসের জীবনচক্রের মেয়াদ সম্পর্কে প্রচুর তথ্যের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্তে পৌঁছনো হয়। গতকাল এসইউটিডি এর নিজস্ব ওয়েবসাইটে ১৩১টি দেশের করোনাবিষয়ক এই তথ্য তুলে ধরে।

গবেষকরা বলছেন, আগামী ৩০ মের মধ্যে ৯৭ শতাংশ, ১৭ জুনের মধ্যে ৯৯ শতাংশ এবং চলতি বছরের ৯ ডিসেম্বরের মধ্যে বিশ্ব শতভাগ করোনাভাইরাস মুক্ত হবে বলে অনুমান করা হয়। যুক্তরাষ্ট্রে ১১ মের মধ্যে করোনার সংক্রমণের প্রকোপ ৯৭ শতাংশ কমে যাবে। ইতালিতে ৭ মের মধ্যে কমবে ৯৭ শতাংশ সংক্রমণ।

এদিকে চারটি ভ্যাকসিন অবিষ্কারের অগ্রগতি নিয়ে আশার আলো দেখছেন বিশ্ববাসী। যুক্তরাজ্যে মানবদেহে ভ্যাকসিনের সাফল্যের আশায় দিন গুনছে মানুষ।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৯৭ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হলো পাঁচ হাজার ৯১৩ জন। এ সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৫২ জনে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ১৩১ জন।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৩ হাজার মানুষ মারা গেছেন। আর বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ত্রিশ লাখের কাছাকাছি।


সর্বশেষ সংবাদ