গণঅভ্যুথানে আহতদের আমৃত্যু চিকিৎসায় ইউনিক কার্ড দেবে সরকার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৮:২১ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ০৮:২৭ PM
গণঅভ্যুথানে আহতদের আমৃত্যু চিকিৎসায় ইউনিক আইডি কার্ডসহ পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. সাইদুর রহমান। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল সচিবালয়ে গণঅভ্যুত্থানে আহত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আহতদের একটি ইউনিক আইডি কার্ড থাকবে। সেটি তৈরি হওয়ার পর সব সুবিধা প্রাপ্তি নিশ্চিত হবে। চিকিৎসার ক্ষেত্রে সব সরকারি প্রতিষ্ঠান থেকে সারাজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন। যে সব বেসরকারি হাসপাতালের সঙ্গে সরকারের চুক্তি হবে সেখানেও পুরো বা আংশিক খরচ সরকার দিবে।
ডা. সায়েদুর রহমান বলেন, গণঅভ্যুথানে আহতদের চিকিৎসায় সারাদেশে সরকারি হাসপাতালে ডেডিকেটেড বেড থাকবে। প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, এতোদিন ব্যক্তিগতভাবে যত খরচ হয়েছে তার যথাযথ তথ্য দিলে ফেরত দেয়া হবে। চোখ হারানোদের শিক্ষাগত যোগ্যতা ও সামর্থ্যের সঙ্গে যথাযথ প্রশিক্ষিত করে উনাকে ও পরিবারকে সহায়তা করা হবে। পঙ্গুত্ব বরণকারীদের সাধ্যমতো চিকিৎসা দেয়া হবে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ঢাকায় বিশেষায়িত সেবা মিলবে। দেশে চিকিৎসা সেবা না থাকলে এবং বিজ্ঞানসম্মতভাবে সুপারিশ করা হলে বিদেশে চিকিৎসা নিশ্চিত করা হবে। ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কোনো স্থবিরতা ও আমলাতান্ত্রিক জটিলতা থাকবে না। কোনো গাফিলতি সহ্য করা হবে না। সব হাসপাতালে ফাস্ট ট্রাক সার্ভিস পাবেন। ৫ কর্মদিবসের মধ্যে এসব কিছুর লিখিত রূপরেখা দেয়া হবে।
প্রসঙ্গত, বুধবার উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনে অবস্থান নিয়েছিলেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের একাংশ। মাঝরাতেও তাদের বিক্ষোভ অবস্থান অব্যাহত থাকে। পরে রাত আড়াইটার দিকে অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা সেখানে উপস্থিত হয়ে দাবি মানার এবং আহতদের প্রতিনিধি দলের সঙ্গে আজ দুপুরে বৈঠকের আশ্বাস দিলে হাসপাতালে ফিরে যেতে রাজি হন বিক্ষোভকারীরা।