স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের সঙ্গে বিইউএইচএস’র হেলথ ইনফরমেটিক্সের সমঝোতা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ জুলাই ২০২৩, ০৫:৫৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৩, ০৫:৫৭ PM
স্বাস্থ্যসেবাকে ডিজিটালাইজ করতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস-এর হেলথ ইনফরমেটিক্স বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এই সমঝোতা চুক্তির মাধ্যমে ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থার যথাযথ রুপায়ন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে স্বাস্থ্য খাতে দক্ষ জনবল তৈরি, স্বাস্থ্য বিষয়ক গবেষণা, স্বাস্থ্য খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ সহ হেলথ ইনফরম্যাটিক্স এর ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে ডিজিটালাইজ করা হবে।
বুধবার (৫ জুলাই) অধিদপ্তরের এমআইএস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিইউএইচএস-এর হেলথ ইনফরমেটিক্স বিভাগের প্রধান ও এলায়েড হেলথ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. শারমীন পারভীন এবং স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের পরিচালক অধ্যাপক ডাঃ মো. শাহাদাত হোসেন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এমআইএস বিভাগের পরিচালক অধ্যাপক ডাঃ মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএইচএস-এর উপাচার্য অধ্যাপক ডাঃ ফরিদুল আলম। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের সিস্টেম এনালিস্ট ইঞ্জিনিয়ার সুখেন্দু শেখর রায়, সহকারী পরিচালক ডা. মোঃ মামুনুর, ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম, ডিপিএম, ডাঃ মুহাম্মদ আদনান খান, সহকারী প্রধান (মেডিকেল) এবং বিইউএইচএস-এর হেলথ ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম সহ বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।