করোনায় মৃত্যুহীন ২৪ ঘণ্টা, শনাক্ত ২৯৯

করোনা
করোনা  © সংগৃহীত

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে দুই হাজার ১৯৯টি নমুনা পরীক্ষা করে ২৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

শনিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শুক্রবার (৭ অক্টোবর) দেশে করোনা শনাক্তের হার ছিল ১০ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ২৯ হাজার ৩১৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৮০ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ২৪৩ জন ঢাকা বিভাগের, ১৪ জন ময়মনসিংহ বিভাগের, ২৫ জন চট্টগ্রাম বিভাগের, ৩ জন রাজশাহী বিভাগের, ১ জন খুলনা বিভাগের, ৬ জন বরিশাল বিভাগের ও ৭ জন সিলেট বিভাগের। এ সময়ে করোনা আক্রান্ত ৬৯০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬৯ হাজার ৩৪৪ জন।


সর্বশেষ সংবাদ