বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস সম্পন্ন: সামরিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার
ঢাকা সেনানিবাসের সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের কনফারেন্স রুমে দুই দিনব্যাপী অনুষ্ঠিত ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস (LFT) ২০২৬’ সফলভাবে সমাপ্ত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
গত ২৬ ও ২৭ জানুয়ারি অনুষ্ঠিত এই বৈঠকটি মূলত ২০২৫ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে আয়োজিত ল্যান্ড ফোর্সেস টকসের পরবর্তী কার্যক্রমের ধারাবাহিকতায় পরিচালিত হয়।
এই উচ্চপর্যায়ের বৈঠকে উভয় দেশের সেনাবাহিনীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং পারস্পরিক সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করেন। বাংলাদেশের পক্ষে ২২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের লেঃ কর্নেল মোহাম্মদ বদরুল হক। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের (USARPAC) নিরাপত্তা সহযোগিতা বিভাগের মেজর মাইকেল জেকব ওসটারের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেয়। অনুষ্ঠানের উদ্বোধন ও সমাপনী পর্বে উপস্থিত ছিলেন সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ূন কবীর।
আরও পড়ুন: নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নির্বাচনী কার্যালয় ভাঙচুর
আলোচনা পর্বে উভয় পক্ষ সামরিক সক্ষমতা বৃদ্ধি, কৌশলগত অংশীদারিত্ব এবং পেশাদারিত্ব উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। বিশেষ গুরুত্ব দেওয়া হয় সামরিক প্রশিক্ষণ আদান-প্রদান এবং উন্নত প্রযুক্তি ও আধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহারের সক্ষমতা বৃদ্ধির ওপর। এছাড়া ভবিষ্যতে একাধিক যৌথ প্রশিক্ষণ ও উদ্ভাবনী মহড়া আয়োজনের বিষয়েও বিস্তারিত রূপরেখা নিয়ে আলোচনা করা হয়। প্রতিনিধিরা উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে চলমান কৌশলগত সম্পর্ককে আরও সুসংহত ও শক্তিশালী করার জন্য তাদের দৃঢ় আগ্রহ পুনর্ব্যক্ত করেন।
সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত প্রস্তুতি গ্রহণে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য পোষণ করে। বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত সহায়তা ও প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে প্রতিনিধিরা জানান যে, এই সহযোগিতা ভবিষ্যতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে। উল্লেখ্য যে, এর আগে ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৮ম ল্যান্ড ফোর্সেস টকস অনুষ্ঠিত হয়েছিল।