সরকারি ছুটিতে আজ বন্ধ থাকছে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরীক্ষা

৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ AM , আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:২১ AM
প্রতীক ছবি

প্রতীক ছবি © টিডিসি সম্পাদিত

সরকারি ছুটি ঘোষণার ফলে আজ বুধবার (৩১ ডিসেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস (সিডিউল ওয়ান অব দ্য রুলস অব বিজনেস, ১৯৯৬) রিভাইজড আপ টু এপ্রিল ২০১৭-এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী ৩১ ডিসেম্বর, বুধবার নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করল। ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

ঢাবিতে ৩ দিনের শোক ঘোষণা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান ও মর্যাদা প্রদর্শনের লক্ষ্যে আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এ তিনদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। শোক পালনের অংশ হিসেবে অর্ধনমিত রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতাকা।

জাবিতে সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা 
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। তার মৃত্যুতে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাবির সকল প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‎বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।‎

ইবির শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ফার্মেসি বিভাগের প্রভাষক পদের নিয়োগ নির্বাচনী বোর্ডের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আরও পড়ুন: সাধারণ ছুটির আওতায় থাকবে না যেসব প্রতিষ্ঠান 

জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর ) দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ কারণে জুনিয়র বৃত্তি পরীক্ষার শেষ দিনের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর নির্বাহী কমিটির সদস্য সচিব প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত
৪৬তম বিসিএসের দুই দিনের মৌখিক পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোর ৬টায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ও আগামী ৩১ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর প্রেক্ষিতে আগামী ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারির অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষা স্থগিত করা হলো।  

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শুক্রবারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচির কারণে আগামী ২ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। পূর্বনির্ধারিত সময়ে ওইদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরিসংখ্যান ব্যুরোর ৩১ ডিসেম্বরের মৌখিক পরীক্ষা স্থগিত
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে শুধু ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। মৌখিক পরীক্ষার প্রকাশিত সময়সূচি অনুযায়ী অন্যান্য তারিখের পরীক্ষা চলমান থাকবে। মৌখিক পরীক্ষার পরিবর্তিত তারিখ পরবর্তী সময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

টিসিবির মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মৌখিক পরীক্ষার পরিবর্তিত তারিখ ৫ জানুয়ারি ২০২৬। পরীক্ষাটি ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এর আগে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে টানা ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। তার জানাজা আজ বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে তাকে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর জানাজা ও দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে।

‘বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়া’
  • ৩১ ডিসেম্বর ২০২৫
তারেক রহমান-জামায়াত আমিরের চেয়েও নাহিদের বার্ষিক আয় বেশি!
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘কোন দলকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করেন’—বিচিত্রার প্রশ্…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে লাখ লাখ মানুষের জনস্রোত
  • ৩১ ডিসেম্বর ২০২৫
টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
১৯৮১ সালের ২ জুন বনাম ২০২৫-এর ৩১ ডিসেম্বর
  • ৩১ ডিসেম্বর ২০২৫