১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬

সিইসি ও ইসিসহ নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি

নির্বাচন কমিশন ভবন  © ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার (ইসি), নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা চেয়ে মহাপুলিশ পরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার (১৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। এ সূত্রে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারগণ এবং সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের বিশেষ নিরাপত্তা বিধান প্রয়োজন। তদানুযায়ী নিম্নরূপ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো :

ক. প্রধান নির্বাচন কমিশনারের নিরাপত্তার জন্য ইতোমধ্যে গাড়িসহ পুলিশ নিরাপত্তা (স্কর্ট) বিদ্যমান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন প্রধান নির্বাচন কমিশনারের জন্য অতিরিক্ত আরো একটি গাড়িসহ পুলিশ নিরাপত্তা (স্কর্ট) প্রদান করতে হবে। খ. নির্বাচন কমিশনার (চারজন) ও সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকাস্থ বাসভবন, অফিস যাতায়াতসহ সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গাড়িসহ পুলিশ নিরাপত্তা (স্কর্ট) প্রদান করতে হবে।

এ অবস্থায়, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার এবং সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকার বাসভবন, অফিস যাতায়াতসহ সার্বক্ষণিক নিরাপত্তার নিমিত্তে পুলিশি নিরাপত্তা (স্কর্ট) প্রদানের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

ইসির  অপর এক চিঠিতে বলা হয়েছে, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। এ নির্বাচনে তিনজন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। তারা হলেন, ক. আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঢাকা (১৮৬ ঢাকা-১৩ এবং ১৮৮ ঢাকা-১৫ আসনের জন্য); খ. আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রাম (২৮৮ চট্টগ্রাম-১১ আসনের জন্য) এবং গ. আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, খুলনা (১০১ খুলনা-৩ আসনের জনা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লিখিত রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গানম্যান নিয়োগের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। বর্ণিতাবস্থায়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে উপরোল্লিখিত রিটার্নিং অফিসারদের সার্বক্ষণিক নিরাপত্তার নিমিত্তে গানম্যান প্রদানের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: মনোনয়নে পরিবর্তন চান বিএনপির তৃণমূল নেতারা

মহাপুলিশ পরিদর্শক বরাবর পাঠনো ইসির আরেক চিঠিতে বলা হয়েছে, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। সময়সুচি জারির পর দুর্বৃত্তরা জেলা নির্বাচন অফিস, লক্ষ্মীপুর এবং উপজেলা নির্বাচন অফিস, মঠবাড়িয়া, পিরোজপুরে অগ্নিসংযোগ করেছে। 

এ প্রেক্ষাপটে সারাদেশে মাঠ পর্যায়ের আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিস এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসসমূহে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনী মালামাল, যন্ত্রপাতি সংরক্ষিত রয়েছে বিধায় উক্ত অফিসসমূহে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি ও নির্বাচনী মালামালের সুরক্ষাসহ অফিসের কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক বলেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

এ অবস্থায়, আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিস, উপজেলা বা থানা নির্বাচন অফিসসমূহের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।