ডুয়েট বিভিন্ন বিভাগে নেবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, আবেদন অনলাইনে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ PM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৫, ১০:০১ PM

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী পদে জনবল নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়;
১. পদের নাম: কম্পট্রোলার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);
২. পদের নাম: সহযোগী অধ্যাপক;
বিভাগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)
৩. পদের নাম: সহযোগী অধ্যাপক, রসায়ন বিভাগ;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪);
আরও পড়ুন: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ৪৬
৪. পদের নাম: সহযোগী অধ্যাপক;
বিভাগ: মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগ;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪);
৫. পদের নাম: প্রভাষক;
ক. পুরকৌশল বিভাগ: ২টি
খ. তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ: ২টি
গ. যন্ত্রকৌশল বিভাগ: ২টি
ঘ. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ: ২টি
ঙ. ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ: ২টি
চ. কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ: ৩টি
ছ. ম্যাটেরিয়ালস অ্যান্ড ম্যাটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ: ৩টি
প্রভাষক পদের বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
৬. পদের নাম: ডেপুটি লাইব্রেরিয়ান, কেন্দ্রীয় লাইব্রেরি;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫);
৭. পদের নাম: ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ার, প্রকৌশল অফিস;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা (গ্রেড-৭);
৮. পদের নাম: পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার;
বিভাগ: পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অফিস;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
আরও পড়ুন: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ৪৬
৯. পদের নাম: ড্রাফটিং ইনস্ট্রাক্টর;
বিভাগ: আর্কিটেকচার বিভাগ;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
১০. পদের নাম: ডকুমেন্টশন অফিসার;
বিভাগ/দপ্তর: কেন্দ্রীয় লাইব্রেরি;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
১১. পদের নাম: সেকশন অফিসার;
ক. সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদ: ১টি;
খ. ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদ: ১টি;
গ. ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল: ১টি;
ঘ. রেজিস্ট্রার অফিস: ২টি (কাউন্সিল শাখা-১, শিক্ষা শাখা-১);
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
১২. পদের নাম: সিনিয়র ট্রান্সপোর্ট অফিসার;
বিভাগ/দপ্তর: পরিচালক (যানবাহন) অফিস;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-১);
১৩. পদের নাম: টেকনিক্যাল অফিসার;
বিভাগ: পুরকৌশল বিভাগ;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
১৪. পদের নাম: প্রকিউরমেন্ট অফিসার;
বিভাগ/দপ্তর: পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অফিস;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
১৫. পদের নাম: পরিকল্পনা ও উন্নয়ন কর্মকর্তা;
বিভাগ/দপ্তর: পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অফিস;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি, পদ ২৫৫
১৬. পদের নাম: সহকারী টেকনিক্যাল অফিসার;
বিভাগ: যন্ত্রকৌশল বিভাগ;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
১৭. পদের নাম: ড্রাফটস্ম্যান;
বিভাগ: যন্ত্রকৌশল বিভাগ;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
১৮. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল);
বিভাগ: প্রকৌশল অফিস;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
১৯. পদের নাম: সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর;
বিভাগ/দপ্তর: রেজিস্ট্রার অফিস;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
২০. পদের নাম: টেকনিশিয়ান;
ক. তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ: ১টি;
খ. যন্ত্রকৌশল বিভাগ: ১টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
২১. পদের নাম: ড্রাইভার;
বিভাগ/দপ্তর: পরিচালক (যানবাহন) অফিস;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);
২২. পদের নাম: অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
২৩. পদের নাম: প্লাম্বার;
বিভাগ/দপ্তর: প্রকৌশল অফিস;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
২৪. পদের নাম: সাব-স্টেশন অ্যাটেনডেন্ট/জেনারেটর অপারেটর;
বিভাগ/দপ্তর: প্রকৌশল অফিস;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭);
২৫. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট;
ক. পুরকৌশল বিভাগ: ১টি;
খ. যন্ত্রকৌশল বিভাগ: ২টি;
গ. কম্পিউটার সেন্টার: ১টি;
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);
২৬. পদের নাম: বাবুর্চি;
অফিস/দপ্তর: বিজয় ২৪ হল;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);
আরও পড়ুন: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে চাকরি, পদ ৩৩৫
২৭. পদের নাম: অফিস সহায়ক;
ক. পুরকৌশল বিভাগ: ১টি;
খ. বিজ্ঞান অনুষদ: ১টি;
গ. রেজিস্ট্রার অফিস: ১টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
২৮. পদের নাম: সহকারী বাবুর্চি;
অফিস/দপ্তর: বিজয় ২৪ হল;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
২৯. পদের নাম: সীক বয়;
অফিস/দপ্তর: বিজয় ২৪ হল;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
৩০. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী;
বিভাগ/দপ্তর: পরিচালক (ছাত্রকল্যাণ) দপ্তর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আরও পড়ুন: পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১,৩৩০
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে প্রবেশ করে Create Applicant Account-এ ক্লিক করে দরকারি তথ্য প্রদান করে একটি অ্যাকাউন্ট তৈরি করে প্রার্থিত পদের আবেদনপত্র Submit করতে হবে;
আবেদন ফি—
How to pay বাটনে ক্লিক করে পেমেন্টবিষয়ক নির্দেশনা মেনে প্রার্থীকে আবেদন ফি বাবদ ১ থেকে ১৮তম পদের জন্য ২০০ টাকা, ১৯ থেকে ২৩তম পদের জন্য ১০০ টাকা এবং ২৪ থেকে ৩০তম পদের জন্য ৫০ টাকা নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
১ থেকে ৪ নম্বর পদের জন্য ১০ সেট, ৫ থেকে ১৮ নম্বর পদের জন্য ৭ সেট এবং ১৯ থেকে ৩০ নম্বর পদের জন্য ৫ সেট করে পূর্ণাঙ্গ আবেদনপত্র ২৪ এপ্রিল অফিস চলাকালে বিকেল ৪টার মধ্যে সরাসরি অথবা ডাকযোগে ‘রেজিস্ট্রার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর’ বরাবর পৌঁছাতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২৪ এপ্রিল ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।