৫৪৩ দিন পর ক্লাস করতে পেরে উচ্ছ্বসিত প্রাথমিকের শিক্ষার্থীরা

মতিঝিল আইডিয়ালের প্রাথমিক শাখার ক্লাস
মতিঝিল আইডিয়ালের প্রাথমিক শাখার ক্লাস  © জামাল হোসেন রুহানি

দীর্ঘ বন্ধের পর অবশেষে খুলল শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন পর বিদ্যালয়ে আসতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ৫৪৩ দিন পর ক্লাস করতে আসা প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীদের আনন্দটা একটু বেশিই ছিল।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিল আইডিয়ালের প্রাথমিক শাখায় গিয়ে দেখা যায়, নতুন পোশাকে সাড়িবদ্ধভাবে বিদ্যালয়ে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। প্রবেশপথে তাদের সকলেরই শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে।

মতিঝিল আইডিয়ালের প্রাথমিক শাখার ক্লাস

ক্লাসে প্রবেশের পর শিক্ষার্থীদের উচ্ছ্বাস বেড়ে যায় কয়েকগুন। ক্লাস শুরুর পূর্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ১০ মিনিট করোনা বিষয়ক শতর্কতা নিয়ে আলোচনা করেন শিক্ষকরা। এ সময় ক্ষুদে শিক্ষার্থীদের সকলের মুখেই মাস্ক দেখা গেছে।


সর্বশেষ সংবাদ