২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ (তালিকা)
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ জুন ২০২১, ১২:৪৩ PM , আপডেট: ০৩ জুন ২০২১, ১২:৪৩ PM
২০২২ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বাংলা ও গণিত বিষয়ের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
বুধবার (২ জুন) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. জিয়াউল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, চলমান কোভিড-১৯ এর কারণে শিক্ষার্থীদের শিক্ষা-প্রতিষ্ঠানের সরাসরি শ্রেণি কার্যক্রমে এখনও সম্পৃক্ত করা যায়নি। ইতোমধ্যে ২০২২ সালের দাখিল পরীক্ষা পাঠ্যসূচি এনসিটিবি কর্তৃক পূনর্বিন্যাস হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পূনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে ২০২২ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক মূল্যায়ন অ্যাসাইনমেন্ট অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, প্রথম পর্যায়ে ৮টি বিষয়ে (বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ব্যবসায় উদ্যোগ) মূল্যায়ন অ্যাসাইনমেন্ট ও সপ্তাহভিত্তিক অ্যাসাইনমেন্ট অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা গেল।