লটারিতে না আসা শিক্ষার্থীরা যেভাবে স্কুলে ভর্তি হতে পারবে

  © সংগৃহীত

পয়লা জানুয়ারি থেকে শুরু হবে নতুন শিক্ষাবর্ষের ক্লাস। কিন্তু এখনও আড়াই লাখের বেশি শিক্ষার্থী স্কুলে ভর্তি হতে পারে নি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ( মাউশি) বলছে, স্কুলে কোনো আসন সংকট নেই। যে সকল শিক্ষার্থীরা ভর্তি হতে পারেনি তারা আসন খালি থাকা স্কুলগুলোতে সরাসরি ভর্তি হতে পারবে।

১৮ নভেম্বর সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে লটারি হয়েছে। এতে ৩ লাখ ৫ হাজার শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে। অপেক্ষমান রয়েছে ৩ লাখ।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত আসন রয়েছে ১০ লাখ ৬০ হাজার নয়টি। কিন্তু সবাই চায় নির্দিষ্ট কয়েকটি স্কুলে ভর্তি হতে। তাই এই সংকট। যেসব স্কুলে আসন খালি আছে শিক্ষার্থীরা সেখানে সরাসরি ভর্তি হতে পারবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, স্কুলগুলোতে যথেষ্ট পরিমাণ আসন খালি আছে। লটারিতে যেসব শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পায়নি, তারা আসন খালি থাকা স্কুলগুলোতে সরাসরি ভর্তি হতে পারবে। 


সর্বশেষ সংবাদ