পরিসংখ্যানের পাতায় ভারত-বাংলাদেশ লড়াই, ফর্মে কারা?
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের পঞ্চম রাউন্ডে আজ (১৮ নভেম্বর) ঢাকায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। যদিও দুই দলই আগেই প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে, তবুও ম্যাচটিকে ঘিরে উত্তেজনার কমতি নেই। মাঠে বাংলাদেশ-ভারতের লড়াই সবসময়ই আলাদা মাত্রা এনে দেয়। তাই নিয়মরক্ষার ম্যাচ হলেও দুই দলই জয়ের জন্য সর্বোচ্চটা দিতে প্রস্তুত।
চার ম্যাচ শেষে ‘সি’ গ্রুপে দুই দলেরই সংগ্রহ চার পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ, আর তলানিতে ভারত। তাই আজকের ম্যাচ শুধু পয়েন্ট নয়, বরং আত্মবিশ্বাস ফিরে পাওয়া ও মর্যাদা রক্ষার লড়াইও। এ পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২৯ বার। ভারত জিতেছে ১৩ ম্যাচ, বাংলাদেশ তিনটি। আর ১৩টি ম্যাচ ড্র হয়েছে।
সবশেষ দেখা হয়েছিল চলতি বছরের মার্চে শিলংয়ে, সেই ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ভারত সর্বশেষ বাংলাদেশে খেলেছিল ২০০৩ সালে ঢাকায় সাফ গোল্ড কাপে, যেখানে স্বাগতিক বাংলাদেশ জিতেছিল ২-১ গোলে। সবমিলিয়ে ২২ বছর পর আবার বাংলাদেশে ফিরছে ভারত, যা এই লড়াইয়ে নতুন উত্তাপ যোগ করেছে।
সাম্প্রতিক পারফরম্যান্স
বাংলাদেশ- শেষ পাঁচ ম্যাচ (সব প্রতিযোগিতা)
বাংলাদেশ ২-২ নেপাল (প্রীতি ম্যাচ)
হংকং ১-১ বাংলাদেশ (এশিয়ান কাপ বাছাই)
বাংলাদেশ ৩-৪ হংকং (এশিয়ান কাপ বাছাই)
নেপাল ০-০ বাংলাদেশ (প্রীতি ম্যাচ)
বাংলাদেশ ১-২ সিঙ্গাপুর (এশিয়ান কাপ বাছাই)
আরও পড়ুন: স্থগিত হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ
ভারত- শেষ পাঁচ ম্যাচ (সব প্রতিযোগিতা)
ভারত ৬-১ ভুটান (প্রীতি ম্যাচ)
ভারত ১-২ সিঙ্গাপুর (এশিয়ান কাপ বাছাই)
সিঙ্গাপুর ১-১ ভারত (এশিয়ান কাপ বাছাই)
ওমান ১ (২)- ১ (৩) ভারত (সিএএফএ নেশন্স কাপ)
আফগানিস্তান ০-০ ভারত (নেশন্স কাপ)