গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনালে বাজিমাত আনোয়ারা স্কুল ছাত্রীদের
চট্টগ্রামের আনোয়ারায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনাল খেলা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার সিইউএফএল স্কুল অ্যান্ড কলেজ মাঠ শিক্ষার্থীদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে।
দিনভর নানা ইভেন্টে দারুণ প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নির্ধারণ করা হয় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল। ফুটবল (ছাত্র) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ রায়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। ফুটবল (ছাত্রী) বিভাগে শিরোপা জিতেছে আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়, রানার্সআপ বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়।
হ্যান্ডবল (ছাত্র) বিভাগে বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্র চ্যাম্পিয়ন হয়, রানার্সআপ আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়। হ্যান্ডবল (ছাত্রী) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়, রানার্সআপ বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্র।
আরও পড়ুন: ভূমধ্যসাগরে গাজা ফ্লোটিলা নিয়ে ইউরোপ-ইসরায়েল উত্তেজনা
এছাড়া কাবাডি (ছাত্র) বিভাগে বাজিমাত করে বটতলী এস এম আউলিয়া উচ্চ বিদ্যালয়, রানার্সআপ ঝিবাশি উচ্চ বিদ্যালয়। কাবাডি (ছাত্রী) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়।
খেলা শেষে আয়োজকরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেন। উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাষ্টার মো. রফিক, পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নৌশাদ আলী কায়সারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ।
পুরো প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক এনামুল হক, আছমত আলী, সমীর দাশ, জগন্নাথ দাশ ও রাকিবুল ইসলাম।
উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় উপজেলার ৩৪টি স্কুল ও মাদ্রাসার ৩ শতাধিক শিক্ষার্থী ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতারসহ ৯টি ইভেন্টে অংশ নেয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে খেলাগুলো ছিল উত্তেজনা ও উল্লাসে ভরপুর।