এশিয়া সফরে আসছে আর্জেন্টিনা দল
কাতারে চ্যাম্পিয়ন হওয়ার পর এখন বিশ্বকাপের পরবর্তী আসরের জন্য প্রস্তুত আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত খেলে সবার আগে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দলটি। সর্বশেষ ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ৫ ম্যাচ বাকি থাকতেই কনমেবল অঞ্চল থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছেন লিওনেল মেসিরা।
দেশটির সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে প্রীতি ম্যাচের সিরিজ খেলবে আর্জেন্টিনা। অক্টোবরে তারা এশিয়া সফরে খেলবে মহাদেশটির কোনো প্রতিপক্ষের সঙ্গে। চীনে খেলবে দুটি ম্যাচ। এরপর নভেম্বরে মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় স্বাগতিকদের বিপক্ষে খেলবে। এরপর আর্জেন্টিনা দল যাবে ২০২২ সালে বিশ্বকাপ জেতা ভূমি কাতারে। যদিও সেখানকার প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।
আরেক সংবাদমাধ্যম ‘ওলে’র তথ্যমতে, সম্প্রতি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কার্যালয়ে সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠক করেছেন অ্যাঙ্গোলা ফুটবল ফেডারেশনের সভাপতি ফার্নান্দো আলভেস সিমিওস। এ সময় উভয় দেশের মধ্যে ক্রীড়াভিত্তিক কার্যক্রম চালু ও সম্পর্কোন্নয়নের আলোচনা হয়েছে। এরপরই জানা যায়, ১১ নভেম্বর অ্যাঙ্গোলা স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে প্রীতি ম্যাচের আয়োজন করবে আর্জেন্টিনার সঙ্গে।
আরও পড়ুন: শিক্ষাব্যবস্থার জাতীয়করণসহ ১১ দফা দাবি কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির
অ্যাঙ্গোলার মিডিয়া আউটলেট আরএনএ’কে দেওয়া মন্তব্যে আলভেজ সিমিওস বলেছেন, ‘সবমিলিয়ে ইঙ্গিত মিলেছে যে মেসি অ্যাঙ্গোলায় আসছেন।’
এদিকে আগামী জুন ও সেপ্টেম্বরে দুটি করে ৪টি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শেষে আর পুরো বছরের সূচিতে খেলা ছিল না লিওনেল স্কালোনির শিষ্যদের। তাই ওই সময়টা একদমই যাতে ফাঁকা না থাকে, সেলক্ষ্যে এএফএ প্রীতি ম্যাচের আয়োজনে মনোযোগ দিচ্ছে। ৫ জুন আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি, ১০ জুন তারা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। এ ছাড়া ১০ সেপ্টেম্বর ভেনেজুয়েলা ও ১৫ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে মেসি-মার্টিনেজরা।