শোয়েব আখতারের প্রথম গতির বিশ্ব রেকর্ড মানেনি আইসিসি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ০৪:৫৪ PM , আপডেট: ২৭ এপ্রিল ২০২০, ০৪:৫৪ PM
২০০২ সালের আজকের দিনে (২৭ এপ্রিল) পাকিস্তানের তারকা পেসার শোয়েব আখতার ক্যারিয়ারে প্রথমবারের মতো ঘণ্টায় ১০০ মাইল বেগে বল করেছিলেন। তবে সে ম্যাচে গতি মাপার যন্ত্র মানসম্পন্ন না থাকায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি রেকর্ড মেনে নেয়নি। পরে অবশ্য আরেকটি ম্যাচে রেকর্ডটি নিজের করে নেন শোয়েব।
লাহোরে ওই ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব রেকর্ডটি গড়েন পাকিস্তান পেসার। কিন্তু সেদিন তার রেকর্ডটি আনঅফিসিয়াল থেকে যায়! ক্রেইগ ম্যাকমিলানকে করা বলটির গতি ছিল ঘণ্টায় ১০০.০৪ মাইল। কিলোমিটারের হিসেবে দাঁড়ায় ১৬১।
সে সময় অস্ট্রেলিয়ান সাবেক পেসার জেফ থমসনের গতির রেকর্ডটিই বহাল ছিল। ১৯৭৫ সালে ৯৯.৮ মাইল বেগে বল করে ওই রেকর্ড গড়েন তিনি।
তবে স্বীকৃতি না পেয়েও দমে যাননি শোয়েব আখতার। এক বছর পরই প্রমাণ করে দেন নিজের সক্ষমতা। ২০০৩ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপকে বানান মঞ্চ। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে গতির ঝড় তুলে ১০০.২ মাইল বেগে বল করেন। কিলোমিটারের হিসেবে যা ছিল ১৬১.৩। এখন পর্যন্ত সেটাই সর্বোচ্চ গতির বলের বিশ্ব রেকর্ড।