ইউএনওর আহবানে ধান কাটতে কাস্তে হাতে ১৫০০ মানুষ হাওরে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ১০:০৫ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২০, ১০:০৫ PM
হাওরের বুকজুড়ে থোকায় থোকায় বোরো ধান কৃষকের গোলায় তুলে দিতে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত দেড় হাজার মানুষ কাস্তে (কাঁচি) হাতে ধান কাটতে হাওরে নামলেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র আহবানে সাড়া দিয়ে এ কাজে নামেন তারা।
মঙ্গলবার সকাল থেকেই ইউএনও প্রিয়াংকা পালের আহবানে উপজেলায় দশ পয়েন্টে আট দলে বিভক্ত হয়ে বিভিন্ন হাওরে কাস্তে হাতে বোরো ধান কাটায় নামেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণের ভয়ে চলতি বোরো মৌসুমে জেলার অন্যান্য উপজেলার মতো হাওরের ধান কাটার (ধাওয়ালী) শ্রমিক সংকট দেখা দিয়েছে। ফলে জামালগঞ্জের কৃষকদের মধ্যে আগাম বন্যা ও অকাল বৃষ্টির আগেই বোরো ধান কেটে ঘরে গোলায় তোলা নিয়ে নানামুখী শংকা তৈরী হয়েছে।
এ নিয়ে ইউএনও তার অফিসিয়াল ও ব্যাক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কৃষকদের ধান কেটে দেয়ার আহবান জানান। ওই আহবানে সাড়া দিয়ে মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন পয়েন্টে বিভক্ত হয়ে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে মানুষ কাস্তে হাতে ধান কাটতে হাওরে নামেন।
দিনব্যাপী উপজেলার বৃহৎ পাগনার, হালি ও মহালিয়া হাওরে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থী, আনাসার সদস্য, নৌ পরিবহন শ্রমিক, বালু পাথর শ্রমিকরা ধান কাটায় অংশ নেন।
উল্ল্যেখ, করোনাভাইরাস ক্রান্তিকাল শেষে ভবিষ্যতে দেশে যাতে খাদ্য সংকট সৃষ্টি না হয়, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। দেশের হাওরাঞ্চলের কৃষকদের একফসলী পাকা বোরো ধান আগাম বন্যা বা অকাল বৃষ্টির পানিতে তলিয়ে যাবার পুর্বেই দ্রত বোরো ধান কেটে গোলায় তোলার নির্দেশনা দিয়েছেন তিনি।
বুধবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা পাল বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ধান কাটায় অংশ নিয়েছে। আশা করি, আগাম বন্যা আসার পূর্বেই ধান কেটে কৃষকের ঘরে গোলায় তুলে দেয়া সম্ভব হবে।’
তিনি আরো বলেন, ‘মঙ্গলবার সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান ও সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ সরজমিন জামালগঞ্জ এসে উপজেলার বিভিন্ন হাওরের ধান কাটা কার্যক্রম তদারকি করে গেছেন। এতে করে ধান কাটায় অংশ নেয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধান কাটা শ্রমিকরা উৎসাহিত হয়েছেন দ্রুত ধান কেটে কৃষকের গোলায় তুলে দিতে।’