সচিন সর্বকালের সেরা, বিরাট বর্তমান সময়ের এক নম্বর: ক্লার্ক

  © হিন্দুস্তান টাইমস

বর্ণোজ্জ্বল কেরিয়ারে যাঁদের সতীর্থ অথবা প্রতিপক্ষ হিসেবে খেলতে নেমেছেন মাইকেল ক্লার্ক, তাঁদের মধ্য থেকে নিজের দেখা সেরা সাত জন ব্যাটসম্যানের নাম জানালেন তিনি। আশ্চর্যের বিষয় হল, এই সাত জন সর্বকালের সেরা ব্যাটসম্যানের তালিকায় রয়েছেন মাত্র এক জন অজি তারকা।

বিশ্বকাপজয়ী অজি দলনায়কের বেছে নেওয়া সেরা সাত ব্যাটসম্যানের মধ্যে জায়গা পেয়েছেন দুই জন ভারতীয়, যাঁদের মধ্যে একজনকে তিনি সর্বকালের সেরা এবং অন্যজনকে বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান হিসেবে চিহ্নিত করেছেন।

এছাড়া দু’জন জন প্রোটিয়া তারকা রয়েছেন ক্লার্কের পছন্দের তালিকায়। বাকি দু’জনের একজন কিংবদন্তি ক্যারিবিয়ান এবং অপরজন প্রাক্তন সিংহলি অধিনায়ক। এই সাত জনকে কেন পছন্দ তাঁর, সেটাও জানিয়েছেন ক্লার্ক।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাক্তন অজি অধিনায়কের পছন্দের এই সাত ব্যাটসম্যান হলেন, সচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা, বিরাট কোহলি, এবি ডি’ভিলিয়র্স, জ্যাক কালিস, রিকি পন্টিং ও কুমার সাঙ্গাকারা।

সচিন ও কোহলি সম্পর্কে ক্লার্ক বলেন, ‘সম্ভবত সচিনই হলেন টেকনিক্যালি আমার দেখা সর্বকালের সেরা ব্যাটসম্যান। ওকে আউট করা সব থেকে কঠিন। টেকনিক্যালি ও কার্যত নিশ্ছিদ্র। বোলারদের অপেক্ষা করতে হতো কখন সচিন কোনও ভুল করবে।’

তিনি বলেন, ‘বিরাট কোহলি এই মুহূর্তে তিন ফরম্যাট মিলিয়ে বিশ্বের সেরা ব্যাটসম্যান। সচিন ও কোহলির মধ্যে মিল হচ্ছে, দু’জনেই বড় সেঞ্চুরি করতে পছন্দ করে।’

ব্রায়ান লারাকে নিজের অন্যতম পছন্দের ব্যাটসম্যান হিসেবে উল্লেখ করেছেন ক্লার্ক। রিকি পন্টিংকে তিনি তাঁর দেখা সেরা অজি ব্যাটসম্যানের তকমা দিয়েছেন। ক্যালিসকে দুরন্ত ব্যটসম্যান ছাড়াও সর্বকালের সেরা অল-রাউন্ডার বেছে নিয়েছেন। চাইছেন ডি’ভিলিয়র্স আবার দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠে নামুক। সাঙ্গাকারাকে ক্রিকেটের প্রকৃত ভদ্রলোক সম্বোধন করেছেন ক্লার্ক।’


সর্বশেষ সংবাদ