করোনা: বাংলাদেশ-জিম্বাবুয়ে টি২০ টিকিট বিক্রি কমানোর সিদ্ধান্ত

  © সংগৃহীত

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হওয়ায় বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-২০ সিরিজের প্রথম ম্যাচের টিকিট কম বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসে সব দর্শক খেলা দেখতে পারবেন না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা ও সতর্কতার অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি। বিশ্বের শতাধিক দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। বাংলাদেশেও এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন তিনজন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা জনসচেতনতার স্বার্থে একজনকে একটির বেশি টিকেট দিচ্ছি না।’ আর বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, ‘আমরা বিক্রি কমিয়েছি সচেতনতার জন্য, যাতে ভীড়টা একটু কম হয়।’

রোগটি যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য নানা পদক্ষেপ নেয়া হচ্ছে বাংলাদেশে। সে কারণেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতার সব টিকিট বিক্রি করছে না বিসিবি।

 প্রায় ২৫ হাজার ধারণ ক্ষমতা রয়েছে মিরপুর স্টেডিয়ামের। তবে টিকিট বিক্রি সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ইতালিতে করোনা ভাইরাস ছড়ানোয় দর্শকশূন্য গ্যালারিতে চলছে সিরি আ’র খেলা। আরও অনেক দেশে খেলা বন্ধ রাখা হয়েছে।


সর্বশেষ সংবাদ